E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা নারী শিশুসহ ১০জন আহত

২০১৬ জুন ২৩ ১২:৪৮:১০
নেত্রকোনায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা নারী শিশুসহ ১০জন আহত

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনায় শেষ দফার নির্বাচন পরবর্তী সহিংসতায় এক মেম্বার প্রার্থীর সমর্থক ১০টি সংখ্যালঘু পরিবারের উপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। এতে নারী শিশুসহ ১০জন আহত হয়েছেন। সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নে রুই-নোয়াপাড়া গ্রামে বুধবার সকাল  সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত শ্রীচরণ সরকার (৫০) ও নীলচরণ সরকার (৪০) দুই ভাইকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের মধ্যে নীলচরণের মা বিপুলা রাণী (৭০), বীনা রাণী সরকার (৪৫),গীতা রাণী সরকার (৩০), রচনা রাণী সরকার (৩২), মিনু সরকার (৩০),বকুলি রাণী সরকার (৩২), সুভাষ সরকার (৫০)ও সন্তোষ সরকারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,নেত্রকোনা সদর উপজেলার শেষ দফা নির্বাচনে সিংহেরবাংলা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে একই গ্রাম থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলচরন ও আব্দুল মোতালিব সদস্য পদে নির্বাচন করে দুইজনই হেরেছেন।

নির্বাচনের পর থেকে মোতালেব ও তার লোকজন নীলচরণের বাড়ির লোকজনদের বিভিন্নভাবে হুমকিধামকী দিয়ে আসছিলেন। এরই জেরে নীলচরণদের বাড়ির সামনে ক্ষেতের আইল কাটা নিয়ে বুধবার সকালে তর্ক-বিতর্ক বাধে। এক পর্যায়ে মোতালেব ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নোয়াপাড়া গ্রামের নীলচরণসহ আশ-পাশের হিন্দু বাড়িতে হামলা চালায়। এতে নীলচরণসহ বাকিরা আহত হন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। সংখ্যালঘু পরিবারে হামলার ঘটনায় নেত্রকোনা জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি মঙ্গল সাহা, সহ-সভাপতি জ্ঞানেশ সরকার, সম্পাদক সমীর ভদ্র রানা এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন । হামলার ঘটনায় দায়ীদের দ্রূত গ্রেপ্তারের দাবি জানান তারা।


(এমএম/এস/জুন২৩,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test