E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'দুর্যোগ মোকাবেলায় সচেতনতা তৈরির কোন বিকল্প নেই'      

২০১৬ জুন ২৪ ১২:৪৫:৩২
'দুর্যোগ মোকাবেলায় সচেতনতা তৈরির কোন বিকল্প নেই'      

বাগেরহাট প্রতিনিধি:দুর্যোগ মোকাবেলায় জনগনকে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমান কমিয়ে আনা সম্ভব। উপকূলীয় অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে। তাদেরকে সচেতন করার মাধ্যমে জানমালের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা যায়। তাই দুর্যোগ মোকাবেলায় সচেতনতা তৈরির কোন বিকল্প নেই।

বাগেরহাটে দুর্যোগ প্রস্তুতি মডেল বাস্তবায়নে প্রশিক্ষকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. নাসির উদ্দিন আহমেদ একথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার প্রিন্স সুব্রত কর্মকারের সভাপতিত্বে বাগেরহাট সার্কিট হাউজে তিন দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার সমাপ্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম,জেলা ত্রান কর্মকর্তা আকতারুজ্জামান, কচুয়া এডিবি কর্মকর্তা মো. নুরুজ্জামান প্রমুখ।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঝড়-জলোচ্ছাস ও বজ্রপাতের মতন দুর্যোগ থেকে রক্ষা পেতে কি কি করনীয় সে ব্যপারে প্রশিক্ষণের মাধ্যমে সকলকে অবহিত করে জনগণকে সচেতনতা তৈরিতে সহায়ক ভুমিকা পালন করবে।
পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগীতায় আয়োজিত কর্মশালায় অংশগ্রহনকারী বাগেরহাট জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।




(এসএকে/এস/জুন২৪,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test