E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পত্নীতলায় উপজেলা খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ধান সংগ্রহে দুর্নীতির অভিযোগ

২০১৬ জুন ২৪ ১৬:৫৩:৩৩
পত্নীতলায় উপজেলা খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ধান সংগ্রহে দুর্নীতির অভিযোগ

নওগাঁ প্রতিনিধি :নওগাঁর পত্নীতলা উপজেলা খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ পাওয়া গেছে। পত্নীতলার পাশাপাশি সম্প্রতি তিনি ধামইরহাট উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

ওই দুই উপজেলায় ধান-গম ক্রয় থেকে শুরু করে ব্যাপক অনিয়ম করে আসছেন তিনি। আর এসব করছেন তিনি নিজেকে স্থানীয় এমপি ও জাতীয সংসদের হুইপের নাম ভাঙ্গিয়ে এবং তাঁর খাস লোক দাবী করে। বিষয়টি ওই দুই উপজেলার ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলা খাদ্য কর্মকর্তা আরমান আলী নিজেকে স্থানীয় এমপি ও হুইপের খাস লোক পরিচয় দিলেও চলতি বোরো সংগ্রহ অভিযানে জামায়াত-বিএনপিসহ কতিপয় বিতর্কিত প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে কৃষকদের ম্যানেজ করে গুদামে ধান ঢুকাতে সহায়তা করেন। কৃষকদের কাছ থেকে ১ মেট্রিক টন ধানের স্লিপ ২ থেকে ৩ হাজার টাকায় কিনে ওই কর্মকর্তার সহায়তায় প্রভাবশালীরা তার অধীনস্থ দুই উপজেলার ৫টি সরকারী গুদামে সিন্ডিকেট করে ধান ঢুকাচ্ছে। সংশ্লিষ্ট গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সেসব ধান কিনতে বাধ্য হচ্ছেন।

ওই কর্মকর্তার মদদে এভাবেই সিন্ডিকেট সদস্যরা তাদের ধান অন্য জেলা থেকে ট্রাকে এনে গুদামের আশে-পাশে ট্রাক থেকে স্থানীয় পাওয়ার টিলারে করে ধানগুলো গুদামে নিচ্ছে। এতে করে এলাকার প্রকৃত কৃষকরা তাদের উৎপাদিত ধানের সরকার নির্ধারিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। লাভবান হচ্ছেন ওইসব অসাধু কর্মকর্তা ও তাদের দোসর কথিত মধ্যস্বত্বভোগী প্রভাবশালী ফরিয়ারা। এমন অবস্থার পরিবর্তন ও প্রতিকার চান ভুক্তভোগী মহল।


(বিএম/এস/জুন২৪,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test