E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে অনুষ্টিত হলো জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা

২০১৬ জুন ২৫ ১০:৪০:০৬
গোপালগঞ্জে অনুষ্টিত হলো জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জ প্রতিনিধি :“সোনার বাংলা গড়ার প্রত্যয়ে” গোপালগঞ্জে অনুষ্টিত হয়ে গেলো জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা। গত শুক্রবার বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন,মন্ত্রী পরিষদ সচিব এন এম জিয়াউল আলম ও বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলী সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী, কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জিলাল হোসেন, মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু নাঈম মোঃ মারুফ খান, কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম,কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃশাহ আলম, সাংবাদিক সৈয়দ মিরাজুল ইসলাম,কোটালীপাড়া বাফার্ড এর সচকারী পরিচালক তোজাম্মেল হক ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঘঠন এস জি এস এর প্রকল্প পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান।

বক্তারা প্রতিটি ক্ষেত্রে স্ব স্ব অবস্থানে থেকে জাতীয় শুদ্ধাচার কৌশল অবলম্বনের আহবান জানান। শুদ্ধাচার সঠিক ভাবে পালন করলে দেশ একদিন উন্নতির স্বর্ণ শিখরে পৌছাবে। দেশ এক দিন সোনার বাংলায় পরিণত হবে। কর্মশালায় গোপালগঞ্জে দায়িত্বরত বিভিন্ন বিভাগের প্রধানগণ, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


(পিএম/এস/জুন২৫,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test