E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাঁঠালতলী- রানীনগর সড়কটি দ্রুতগতিতে মেরামত কাজ  চলছে

২০১৬ জুন ২৫ ১৫:৫২:৫৫
কাঁঠালতলী- রানীনগর সড়কটি দ্রুতগতিতে মেরামত কাজ  চলছে

নওগাঁ প্রতিনিধি : ঈদের আগেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে অবশেষে নওগাঁর কাঁঠালতলী থেকে রানীনগর সড়কটির মেরামত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সড়ক ও জনপথ বিভাগ তাদের বিভাগীয় মেরামত কাজ হিসেবে কাজাট শুরু করেছে।

সড়কটির ভাঙ্গা ও সৃষ্ট খানা-খন্দক পিচ-খোয়া দিয়ে পুরন করে পুরো রাস্তা কুচি খোয়া ও বিটুমিন মিশ্রন দিয়ে মাত্র ৭ মি.মি. পুরু করে গোটা রাস্তায় প্রলেপ দেয়া হচ্ছে। যা ভারি যানবাহনের চাকায় উঠে গিয়ে চলতি বর্ষাকাল পার হবে কিনা সেই আশংকা দেখা দিয়েছে।

ব্যস্ততম এই সড়কে প্রতিদিন শত শত ট্রাক, বাস, ট্রাক্টর, মাইক্রোবাস, ম্যাজিক, সিএনজি, ব্যাটারী চালিত টমটম, চার্জার রিক্সা-ভ্যান দিন-রাত চলাচল করে। ট্রাক্টরের চাকার সঙ্গে এখনি সড়কে সদ্য দেয়া প্রলেপ উঠে যাচ্ছে।

শনিবার মেরামত তদারকিতে উপস্থিত নওগাঁ সওজের কার্যসহকারী রকিবুজ্জামান ও জালাল উদ্দিন বলেন, কাজটি কোন প্রকল্পভুক্ত নয়। জনসাধারনের চলাচলের সুবিধার্থে জরুরী ভিত্তিতে বিভাগীয় মেরামত কার্যক্রমের আওতায় কাজটি করা হচ্ছে। এব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী (চঃদাঃ) মোহাম্মদ হামিদুল হক কাজের মান খতিয়ে দেখার আশ্বাস দিয়ে এই প্রতিবেদককে জানান, কাজটি ঈদের আগেই সম্পন্ন হবে। ঈদের পর রাস্তাটির দু’পাশে মাটি ভরাটের প্রকল্প নেয়া হবে।


(ওএস/এস/জুন২৫,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test