E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাল্যবিবাহমুক্ত ঈশ্বরগঞ্জ উপজেলাকে মন্ত্রিপরিষদ বিভাগের ধন্যবাদ জ্ঞাপন

২০১৬ জুন ২৫ ১৬:৫৯:৪৬
বাল্যবিবাহমুক্ত ঈশ্বরগঞ্জ উপজেলাকে মন্ত্রিপরিষদ বিভাগের ধন্যবাদ জ্ঞাপন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করায় উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকারকে মন্ত্রিপরিষদ বিভাগ মাঠপ্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মঈনউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

জানা গেছে, গত ৬ই মে ঈশ্বরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুুক্ত করণে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সরেজমিন প্রত্যক্ষ করতে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. আনোয়ার হোসেন ও সিনিয়র সহকারী সচিব রিয়াসাত আল ওয়াসিফ ঈশ্বরগঞ্জে আসেন।

এসময় সকলের সামনে সামাজিক সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীসহ সকলকে বাল্যবিবাহের বিরুদ্ধে উদ্বুদ্ধ করণে বিভিন্ন কার্যবালীর প্রমাণপত্র ও পাওয়ার পয়েন্টে সচিত্র কর্মকান্ডের কিছু অংশ উপস্থাপন করা হয় । সর্বশেষ মন্ত্রিপরিষদ বিভাগ উপজেলা নির্বাহী অফিসারকে এক চিঠিতে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই চিঠির অনুলিপিতে দেশকে বাল্যবিবাহমুক্ত করতে সকল জেলা প্রশাসক ও তাদের আওতাধীন উপজেলাসমূহে ঈশ্বরগঞ্জ উপজেলার অনুরুপ কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়। স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন ।

(এনআইএম/এএস/জুন ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test