E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশাল পৌর শহরের রাস্তার বেহালদশা, চরম দুর্ভোগে জনগণ

২০১৬ জুন ২৫ ২০:৪২:২২
ত্রিশাল পৌর শহরের রাস্তার বেহালদশা, চরম দুর্ভোগে জনগণ

ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল পৌর সভার রাস্তার বেহাল দশা পৌরবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই পৌর শহরের ৯নং ওয়ার্ডের মাঝি পাড়া এলাকায় পানি জমে কাদা নর্দমার সৃষ্টি হয় ফলে পৌর জনগণের চলাচলে চরম দুর্ভো পোহাতে হয়। ৯নং ওয়ার্ডের বাসিন্দা হযরত আলী জানান, বর্তমান মেয়র আনিছ সাহেব নির্বাচনের আগে রাস্তা মেরামত করার জন্য বলেছিলেন  এ রাস্তা এখনো মেরামত করা হয়নি। এ ওয়ার্ডের বাসিন্দা তাওহিদ জানান, নির্বাচন আসলে মেয়র প্রার্থী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা উন্নয়নের বুলি ছুড়ে নির্বাচনে পাশ করে গেলে সব ভুলে যায়।

৯ নং ওয়ার্ড বাসীর দাবি ঈদের আগেই এ রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য মেয়রের নিকট জোর দাবি জানান। পৌর শহরের ৮ নং ওয়ার্ডের রাস্তার একি দশা একটু বৃষ্টি হলেই খানা খন্দকের সৃষ্টি হয় যার ফলে যান চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এ ওয়ার্ডের বাসিন্দা আল আমিন জানান, বৃষ্টি হলে এ রাস্তা দিয়ে যান চলা চল ও পায়ে হেঁটে যাওয়াটাই কষ্ট হয়ে পড়ে পৌর সভার ভিতরের রাস্তা দেখে মনে হয়না। এ ব্যাপারে পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান জানান অল্পকিছুদিনের মধ্যে রাস্তার টেন্ডার দেওয়া হবে। পৌর শহরের কোন রাস্তায় আগামী কয়েক মাসের মধ্যে পানি, কাদা নর্দমা চোখে পড়বে না। যে সকল রাস্তার কাজ বাকি তা মেরামত করা হবে।

(এমআরএম/পি/জুন ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test