E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে বাস দুর্ঘটনায়, নিহত ১

২০১৬ জুন ২৬ ১১:৪৩:২৮
গোপালগঞ্জে বাস দুর্ঘটনায়, নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি :সরকারি বঙ্গবন্ধু কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের নতুন বাস ঢাকা থেকে গোপালগঞ্জে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় পড়েছে; এক ট্রাকের পেছনে ওই বাসের ধাক্কায় নিহত হয়েছেন একজন।

শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি এলাকায় ওই দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে সদর থানার ওসি মো. সেলিম রোজা জানান। তিনি বলেন, শনিবার সকালে গণভবন থেকে সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষের কাছে বিজয় নামের বাসটি হস্তান্তর করা হয়।

অধ্যক্ষ মো. মতিয়ার রহমানসহ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা বাসটি নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জে আসার সময় ঘোষগাতিতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় পড়া অনুদানের বাসটি ঘটনাস্থলেই রয়েছে বলে ওসি জানান। আহতদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

হাসপাতালের চিকিৎসক তপন মজুমদার জানান, ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা ও শিক্ষার্থী সুমনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়। হেলাল নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া অধ্যক্ষ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শাহ আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক খোন্দকার মাহামুদ, ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম মোস্তফাসহ সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান চিকিৎসক।



(ওএস/এস/জুন২৬,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test