E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ; বিপাকে স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবক

২০১৬ জুন ২৬ ২০:০৪:২৯
ঠাকুরগাঁওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ; বিপাকে স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ২২ জুন শুরু হয় গড়েয়া হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এই অভিযানে প্রথমে গড়েয়া হাটের ধান হাটি সরকারি জায়গার উপরে থাকা ৪টি ঘর, মাংস হাটিতে একটি ঘর, গরু হাটির লালের দেকান ও বাড়ি, ফরিদুলের দোকান ও বাড়ি, সেরেকুল ইসলামের লেদের দোকান, ক্লাবের একটি ঘর, সর্ব শেঘে গড়েয়া ইসলামী একাডেমী নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান ও খলিলের বাড়ি উচ্ছেদ করে।

এই অভিযান টি পরিচলনা করেন ঠাকুরগাঁও জেলা সহকারী ভূমি কমিশনার মুহাঃ রাশেদুল হক প্রধান ও গড়েয়া ভূমি কর্মকর্তা। সাধারণ জনগণ বিষয়টি সাধু বাদ জানালেও কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে নতুন গড়েয়ায় সরকারি কোন ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই। লোক সংখ্যা হিসাবে স্কুলের সংখ্যাও কম। তাছাড়া গড়েয়ায় ভালো মানের কোন কিন্ডার গার্ডেন স্কুল না থাকায় গড়েয়া ইসলামী একাডেমিতেই এলাকার বেশির ভাগ ছাত্র-ছাত্রী লেখা পড়া করে। তার মধ্যে ৫০ জন গরিব ছাত্র/ছাত্রী বিনা-বেতনে পড়ে। গড়েয়া ইসলামী একাডেমিতে মোট শিক্ষক ১৩ জন তার মধ্যে ৩ জন হিন্দু শিক্ষক মোট বেতন ৩০,০০০হাজার টাকা। এই সামান্য বেতনে ১৩ শিক্ষকের পরিবার চলে। তাছাড়া বছরের মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠানটি উচ্ছেদ করায় ঐ প্রতিষ্ঠানের ৩৫০ জন ছাত্র/ছাত্রীর অবিভাবকগণ পড়েছেন বিপাকে। কেননা এই সময়ে তারা অন্য কোন প্রতিষ্ঠানেও ভর্তি হতে পারবে না। এলাকবাসী ও অবিভাবকদের দাবি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানটির বিষয়ে সমাধানের ব্যবস্থা করা এবং সেই সাথে উচ্ছেদ অভিযান, ড্রেনেজ ব্যবস্থা, অতিরিক্ত টোল আদায়, নদীর জায়গা দখল, সরকারি জায়গা দখল এই সব বিষয় গুলির উপর বিশেষ নজর দেয়া প্রয়োজন।

(এফই/পি/জুন ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test