E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫মাসে গর্ভধারণে গাভীর বিশ্ব রেকর্ড, সফল অস্ত্রোপচারে বাছুর প্রসব

২০১৬ জুন ২৬ ২০:০৮:২৫
৫মাসে গর্ভধারণে গাভীর বিশ্ব রেকর্ড, সফল অস্ত্রোপচারে বাছুর প্রসব

গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি : গাভীর বয়স তখন ৫মাস। এই ৫মাসেই গর্ভধারণ নিয়ে জন্ম নেয় নানা মুখরোচক কল্পকাহিনীও। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গর্ভধারণের ২৮০দিন পর শনিবার(২৫ জুন) রাত ১টা ১৪মিনিটে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষুদে মাতার পেট ছিঁড়ে জন্ম নেয় এক বকনা বাছুর। ওজন প্রায় ১২ কেজি। এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে বইছে আনন্দ উল্লাস।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার টিলাটিয়া গ্রামের কৃষক আব্দুল কাদিরের উঠানে গভীর রাতেও ছিলো উপচেপড়া মানুষের ভিড়।


কৃষক আব্দুল কাদির জানান, শনিবার বিকাল থেকে গাভিটির প্রসব ব্যথা দেখা দেয়। বাকৃবি’র ভেটেরিনারি অনুষদের সাথে যোগাযোগ করার পর রাত ১১টায় বাকৃবি’র ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের তত্ত্বাবধানে ফুলপুর প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. আবু সাদাত মো. সায়েম ও কমিউনিটি-বেজড ডেইরি ভেটেরিনারি ফাউন্ডেশন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডা. মোহাম্মদ মশিউর রহমান ঘটনাস্থলে পৌঁছেন। স্বাভাবিকভাবে প্রসব সম্ভব না হওয়ায় রাত ১২টা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ক্ষুদ্র বাছুরটির পেট ছিঁড়ে রাত ১টা ১৪মিনিটে বকনা বাছুর প্রসব করান। ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান, মা ও নবজাতক বাছুর সুস্থ্য রয়েছে। এ আনন্দে কৃষক আব্দুল কাদিরও গ্রামবাসীকে রাতেই মিষ্টিমুখ করান।

মাত্র ৫ মাস বয়সেই গর্ভধারণ! ঘটনাটি গ্রামের সাধারণ মানুষ বিশ্বাস করতেই চায়নি। তাদের অধিকাংশ মানুষের ধারণা ছিলো পেটে টিউমার হয়েছে। বাছুরটি বয়স তখন ১৩মাস। ওর পেটে ছিলো ৮মাসের বাছুর। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের প্রতিনিধি দলের প্রধান বাকৃবি’র ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রাণি স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও ভেটেরিনারি টিচিং হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা জানান, মাত্র ৫মাস বয়সে গর্ভধারণের ঘটনাটি বিশ্বে প্রথম। পহেলা মে থেকে গাভীটি বাকৃবি’র প্রতিনিধি দলের তত্ত্বাবধানেই ছিলো। তিনি আরো বলেন শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশেও এ ঘটনা বিরল। কম বয়সে গর্ভধারণে বিশ্ব রেকর্ড অর্জন করেছে। সাধারণত ২৪মাস বয়সে গরু গর্ভধারণ করে থাকে। দেশীয় গরুর হরমনজনিত ও স্বাস্থ্যগত কারণে ১৮/১৯ মাসেও গর্ভধারণের রেকর্ড রয়েছে।

ঘটনার সত্যতা যাছাই আর এক নজর দেখার জন্য দূর-দুরান্ত থেকে ছুটে আসছে মানুষের ঢল। গ্রামের ছোট্ট শিশুদের মুখেমুখে ‘বাছুরের পেট থেকে বাছুর জন্ম’ ঘটনাটিও গল্পের মতোই ছড়িয়ে পড়ে। কাদিও জানান, গোয়াল ঘরে একটি ষাঁড়সহ ছোট-বড় ৬টি গরু থাকে। কিভাবে গর্ভধারণ করেছে তা জানা নেই। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আইয়ুব আলীর পুত্র মো. হাবিবুল্লাহ (৮০) ও মোহাম্মদ উল্লাহ মাস্টার (৭৫) বিস্ময় প্রকাশ করে বলেন, এমন ঘটনা জীবনে দেখি নাই, শুনিও নাই!

(এসইএম/পি/জুন ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test