E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চিকিৎসার নামে প্রতারণার দায়ে এক্সরে টেকনিশিয়ান বরখাস্ত

২০১৬ জুন ২৭ ১৫:৫৭:১৪
চিকিৎসার নামে প্রতারণার দায়ে এক্সরে টেকনিশিয়ান বরখাস্ত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেডিওলজিস্ট (এক্সরে টেকনিশিয়ান) মোঃ বেদারুল ইসলাম নিজে বড় ডাক্তার সেজে এবং নামের আগে ডাক্তার লিখে সাইন বোর্ড ঝুলিয়ে দীর্ঘদিন ধরে তিনি রোগীদের চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন।

শনিবার তিনি কর্মস্থলে না গিয়ে জেলার মহাদেবপুর উপজেলা সদরে প্রাইভেট চেম্বারে রোগী দেখছিলেন। এসময় ওই ভুয়া চিকিৎসককে হাতেনাতে ধরে ফেলেন জেলা সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুল। সঙ্গে সঙ্গে তিনি ওই চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়ে ওই পদ থেকে তাকে স্থায়ীভাবে বরখাস্তের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন।

সোমবার জেলা সিভিল সার্জন এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন। ডেপুটি সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানকে প্রধান করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ.ম আকতারুজ্জামান এবং সদর উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মির্জা মোঃ শাকিল আহমেদকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি আগামী ৭ দিনের মধ্যে ওই ভূয়া ডাক্তার বেদারুলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য নিদের্শ প্রদান করা হয়েছে।

সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকনিশিয়ান বেদারুল তার নামের পাশে ডিগ্রি লিখেছেন ডিএমটিআর (ঢাকা-মাদার-টাঙ্গাইল-রাজশাহী), বিএইচএস (বাংলাদেশ হেলথ সার্ভিস), জেনারেল মেডিসিন। এছাড়া সাইনবোর্ডে তিনি হাড়-জোড়, আঘাত, পঙ্গু, বাত ব্যথা, নিউরো, রিউমাটিলজম ও পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি দিয়েছেন। তিনি বলেন, একেইতো তিনি নিজ কর্মস্থল ফেলে অফিস সময়ে অন্য জায়গায় প্র্যাকটিস করছেন। এছাড়া ভুয়া ডিগ্রি ব্যবহার করে মানুষের চোখে ধুলা দিয়ে দিনের পর দিন অপচিকিৎসা দিয়ে আসছেন। যা রোগীর সঙ্গে প্রতারনা স্বরূপ।

(বিএম/এএস/জুন ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test