E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জ পৌর সভায় দেড়শ কোটি টাকার বাজেট ঘোষণা

২০১৬ জুন ২৭ ২১:২৬:২৬
গোপালগঞ্জ পৌর সভায় দেড়শ কোটি টাকার বাজেট ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ পৌরসভার প্রায় দেড়শ’কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় পৌরসভা সম্মেলন কক্ষে ২০১৬-২০১৭ অর্থ বছরের এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র  কাজী লিয়াকত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলি খান, সাবেক পৌর মেয়র হাসমত আলি সিকদার, পৌর কাউন্সিলর আতিকুর রহমান পিটু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর সভার সচিব কে জী এম মাহামুদ।

বাজেটে নতুন কোন করারোপ না করেই উদ্বৃত্ত দেখানো হয়েছে ৯ লক্ষ ৫৯ হাজার, ৮শ ১১ টাকা। মোট আয় ধরা হয়েেেছ ১৪৩ কোটি ৭৮ লক্ষ ৭৫ হাজার ২৫৭ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ১৪৩ কোটি, ৬৯ লক্ষ ১৫ হাজার ৪শ ৪৬ টাকা।

পরে পৌর কর্তৃপক্ষের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে পৌর সভার কাউন্সিলরগণ, পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

(পিএম/পি/জুন ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test