E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেতন বোনাসের দাবিতে নোয়াখালীতে  মানববন্ধন

২০১৬ জুন ২৮ ১২:০২:৪১
বেতন বোনাসের দাবিতে নোয়াখালীতে  মানববন্ধন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি :শত ভাগ বেতন-বোনসের দাবিতে  গতকাল সোমবার সকাল ১০ টায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারিরা কর্ম বিরোতি ও মানব বন্ধন কর্মসুচি পালন করেছে।

সমিতির নোয়াখালী জেলা সদর দপ্তর বেগমগঞ্জ কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালিত হয়েছে।

মানবন্ধনে অংশ নেন সমিতির ইঞ্জিনিয়র (এজিএম) আতিকুর রহমান, (এজিএম, প্রশাসন ) আব্দুল পাত্তাহ, (এজিএম,ও.এম) মুহা: মুস্তফা, (জু: ইঞ্জিনিয়র) আবু সালেক, (প্ল-ান্ট হি:র:)ফকরুল ইসলাম, (বিলিং সপার ভাইজার) জহিরুল ইসলাম, কর্মরত লাইনম্যান, লাইন ট্যাকনিশিয়ান, মিটার রিডার, মেসেঞ্জার, বিলিংসহকারী, ডটা এন্ট্রি সহ সর্বস্ত্ররের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

এসময় সমিতির জেনারেল ম্যানেজার শংকর লাল দত্তের পক্ষে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়র (এজিএম) আতিকুর রহমান তিনি দাবি করেন আগামী কাল (আজ) মঙ্গল বারের মধ্যে যদি সরকার ঘোষিত সর্বশেষ পে-স্কেল হিসাবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড (আরইবি) কর্মকর্তা কর্মচারির ন্যায় সমিতির স্টাফদের বেতন ভাতা প্রদান করা না হয় তাহলে টানা কর্মবিরোতি পালিত হবে। এতে করে দেশের গ্রামাঞ্চলের বিদ্যুৎ ব্যাবস্থা ব্যাহত হলে এর দায় ভার আরইবিকে নিতে হবে।


(এনএইচ/এস/জুন২৮,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test