E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় সংসদ উপ-নির্বাচন

ময়মনসিংহ-৩ গৌরীপুরে ১জনের মনোনয়নপত্র প্রত্যাহার

২০১৬ জুন ২৯ ২০:৩২:৪১
ময়মনসিংহ-৩ গৌরীপুরে ১জনের মনোনয়নপত্র প্রত্যাহার

গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় সংসদ উপ-নির্বাচন ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বুধবার (২৯ জুন) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নাজনীন আলম মনোনয়নপত্র প্রত্যাহার করেন। গৌরীপুরে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম মোছা বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে এ আসনে মোট ৫জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট মো. নাজিম উদ্দিন আহমেদ, জাতীয় পার্টি মনোনীত উপজেলা জাপা’র সভাপতি শামছুজ্জামান জামাল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ) মনোনীত ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার, ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাফেজ আজিজুল হক, ইসলামী ঐক্য জোটের মাওলানা আবু তাহের খান। ৩০জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও ১৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৩ গৌরীপুর। পুরুষ ভোটার ১লক্ষ ১৩হাজার ৮৯২জন ও মহিলা ভোটার ১লক্ষ ১২হাজার ৩৪৩জন। মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২৬হাজার ২৩৫জন। ২ মে ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুরের এমপি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

(এসইএম/পি/জুন ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test