E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে দুটি বনদস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহৃত

২০১৬ জুন ২৯ ২১:০৯:৩৪
সুন্দরবনে মুক্তিপনের দাবিতে দুটি বনদস্যু বাহিনীর হাতে ১০ জেলে অপহৃত

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়ীয়া ও দুধমুখি খাল এলাকা থেকে দুটি বনদস্যু বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে একটি ফিশিং ট্রলারসহ ১০ জেলেকে অপহরণ করেছে।

বুধবার সকালে বনদস্যু জিরো ও শান্ত বাহিনীর সদস্যরা জন প্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে এসব জেলেদের আপহরণ করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে গেছে। দুপুর থেকেই আপহৃত এসব জেলেদের উদ্ধারে অভিযানে নেমেছে কোস্টগার্ডে ৩টি ক্যাম্প ও সুন্দরবনে র্স্মাট প্রট্রোলিং টিমের সদস্যরা। এনিয়ে গত ২৪ ঘন্টায় সুন্দরবনের ৩টি বনদস্যু বাহিনীর হাতে মুক্তিপনের দাবিতে ২৫ জেলে অপহৃত হয়েছে। আপহৃত এসব জেলেদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

বঙ্গোপসাগর উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী জানান, বুধবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়ীয়া ও দুধমুখি খাল এলাকায় মাছ আহরণ কালে বনদস্যু জিরো ও শান্ত বাহিনীর সদস্যরা পৃথক ভাবে হামলা চালিয়ে এফবি মনোয়ারা নামের একটি ফিশিং ট্রলারসহ মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে আপহরণ করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে গেছে। এখন বনদস্যু জিরো বাহিনী টেলিটকের ০১৫৩২৪৩২১৭৭ নম্বার থেকে আপহৃত জেলে পরিবারের কাছে জন প্রতি ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করছে। আপহৃত জেলেদের বাড়ী বাগেরহাটের মংলা ও বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। এদের মধ্যে শাহজাহান, ইদ্রিস, সিরাজ, ফজলু, বেল্লাল, জাফর ও বাদুল কবিরাজ নামে ৭ জেলের নাম জানাগেছে। এর আগে মঙ্গলবার সকালে সুন্দরবনের শিবসা নদী থেকে বনদস্যুরা ১৫ জেলেকে মুক্তিপনের দাবিতে আপহরণ করে।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. ফরিদুজ্জামান সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়ীয়া ও দুধমুখি খাল এলাকা থেকে বুধবার সকালে ১০ জেলেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর থেকেই কোস্টগার্ডে ৩টি ক্যাম্প ও সুন্দরবনে র্স্মাট প্রট্রোলিং টিমের সদস্যরা আপহৃত জেলেদের উদ্ধারে যৌথ অভিযান শুরু করেছে।


(এসএকে/এস/জুন২৯,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test