E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের আপরাধে ১০টি ট্রলারসহ ১৬ জেলে আটক

২০১৬ জুন ৩০ ১৬:৫৬:১৭
সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের আপরাধে ১০টি ট্রলারসহ ১৬ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১০টি ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিম।

বৃহস্পতিবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ও চরখালীর মাঝেরচর এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়েছে। শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিমের প্রধান ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মেহেদী হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বন বিভাগ জানায়, সুন্দরবনে বারবার অগ্নিকান্ডের ঘটনার পর পূর্ব সুন্দরবনে সব ধরনের পাশ পারমিট বন্ধ করে দেওয়া হয়। এরপর ওয়ার্ল্ড হ্যরিটেজ এই বনের সুরক্ষায় আর্ন্তজাতিক মানের স্মার্ট প্রেট্রোলিং টিম অভিযান শুরু করে।

এরমধ্যে গত ২৫ জুন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বন বিভাগ। এই সুযোগে জেলেরা অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ শিকার শুরু করে। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর এলাকা থেকে ৬টি ফিশিং ট্ররারসহ ১২ জেলে ও চরখালীর মাঝেরচর এলাকার বলেশ্বর নদীর পশ্চিম পাড় থেকে ৪টি ফিশিং ট্ররারসহ ৪ জেলেকে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা আটক করে।

এসময়ে বেশ কয়েকজন জেলে সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়ে যায। পালিয়ে যাওয়া ওইসব জেলেদের আটক করতে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা অভিযান চালাচ্ছে। সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে আটক জেলেদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

আটককৃত জেলেদের বিরুদ্ধে সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে বন আইনের ২৬/১ (ক) ধারায় মামলা দায়ের করা হবে জানিয়েছেন, শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিমের প্রধান মেহেদী হাসান খান।

(একে/এএস/জুন ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test