E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভিজিএফএর চাল আত্মসাতের অপরাধে ইউপি সচিবসহ আটক দুই

ম্যাজিষ্ট্রেট দেখে দৌড়ে পালালো ইউপি চেয়ারম্যান!

২০১৬ জুন ৩০ ২১:৩৩:৪২
ম্যাজিষ্ট্রেট দেখে দৌড়ে পালালো ইউপি চেয়ারম্যান!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থদের মাঝে বরাদ্দকৃত ভিজিএফএর চাল আত্মসাতের অপরাধে বাইনতলা ইউনিয়ন পরিষদের সচিবসহ দুইজনকে আটক করেছে বাগেরহাটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ আলী সিদ্দিকী। এই অভিযান চলাকালে ভোঁদৌড় দিয়ে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি বাইনতলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির আব্দুল্লাহ এবং ৯জন ইউপি সদস্যের।

আটক ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন, গ্রাম পুলিশ খান মোয়াজ্জেম হোসেন ছাড়াও দৌড়ে পালিয়ে যাওয়া চেয়ারম্যান, ৯ ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রামপাল উপজেলা প্রকল্প কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম বাদি হয়ে বুধবার রাতে রামপাল থানায় দায়েরকৃত মামলা এদের আসামী করা হয়েছে। মামলাটি দুর্নীতি দমন কমিশন(দুদক) এর সিডিউলভুক্ত মামলা হওয়ায় রামপাল থানা পুলিশ তদন্তের জন্য উপ-পরিচালক, দুদক, খুলনা সমন্বিত কার্যালয় খুলনা বরাবর চিঠি পাঠিয়েছে। এ ঘটনায় আটক ইউপি সচিব ও গ্রাম পুলিশকে বৃহস্পতিবার বিকালে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। রামপাল উপজেলা প্রকল্প কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাইনতলা ইউনিয়নের তালিকাভুক্ত ১ হাজার ৯২ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদুল আজহা উপলক্ষে ২০ কেজি করে ভিজিএফএর চাল বুধবার সকালে ইউনিয়ন পরিষদ ভবনে বিতরণ কার্যক্রম শুরু হয়। চাল বিতরণের শুরু থেকেই ২০ কেজির পরিবর্তে ১৪/১৫ কেজি করে চাল দেওয়া হলে সে খবর দ্রুত পৌঁছে যায় জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের নির্দেশে বাগেরহাটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ আলী সিদ্দিকী অভিযান চালিয়ে ওজনে কম দেওয়া চালসহ ইউপি সচিবসহ এক গ্রাম পুলিমকে হাতেনাতে আটক করেন। এসময় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির আব্দুল্লাহ, ইউপি সদস্য শেখ বাবুল, দিদার হোসেন, মাহবুবুর রহমান ও শেখ বাচ্চু দ্রুত দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বুধবার বিকালে অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে নিয়োগ প্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মিয়াকে ঘটনাস্থলে পাননি বাগেরহাটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ আলী সিদ্দিকী।

রামপাল থানার ভারপ্রাপ্ত (ওসি) বেলায়েত হোসেন এই বলেন, এজাহারনামীয় আসামী ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন ও চৌকিদার মোনায়েম খানকে বৃহষ্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দৌড়ে পালিয়ে যাওয়া বাইনতলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির ও তার পরিষদের ৯জন সাধারণ সদস্যেদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

(এসএকে/পি/জুন ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test