E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হুইল চেয়ার পেল আরিফ

২০১৬ জুলাই ০২ ১৩:০৬:০৫
হুইল চেয়ার পেল আরিফ

নওগাঁ প্রতিনিধি : পঞ্চম শ্রেণীতে পড়াশোনার বয়সটা আরিফের অতিক্রম করলেও তার পড়াশোনার প্রতি আগ্রহ প্রবল। কিন্তু শরীরিক প্রতিবন্ধি হওয়ায় তার স্কুলে নিয়মিত যাওয়া সম্ভব হচ্ছিলনা। তাই মাঝে মাঝে তার পড়াশোনায় পড়ছিলো ছেদ। বর্তমানে আরিফ হোসেন নওগাঁ শহরের ভ’পেন্দ্র নাথ শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

আরিফের এই বিষয়টি নিয়ে একটি দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি দৃষ্টিগোচর হয় নওগাঁ’র মহাদেপুর উপজেলা নির্বাহী অফিসার তাজকির-উজ-জামানের। তিনি সদয় হয়ে গত বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট প্রতিবন্ধি আরিফের জন্য একটি হুইল চেয়ার মহাদেবপুর থেকে পাঠিয়ে দেন। ভূপেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোন্দকার রেহেনা বেগম গতকাল শুক্রবার ইউএনও তাজকির-উজ-জামানের দেয়া হুইল চেয়ারটি আরিফের হাতে তুলে দেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন আরিফুলের মা আলেয়া বেগম ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাসহ অন্যান্যরা ব্যক্তিবর্গ। আরিফ হাটনওগাঁ মহল্লার সাহেবপাড়ার লিটন হোসেনের ছেলে।

(বিএম/এএস/জুলাই ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test