E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বিদেশী নাগরিকদের নিরাপত্তা জোরদার

২০১৬ জুলাই ০২ ১৪:৫০:০৮
বাগেরহাটে বিদেশী নাগরিকদের নিরাপত্তা জোরদার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জনগুরুত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিদেশী নাগরিকদের কর্মস্থলসহ তাদের আনাগোনা রয়েছে এমন সব এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকায় গুলশানে স্পেনিশ রেস্তোরায় সশস্ত্র জঙ্গীরা দেশী-বিদেশী নাগরিকদের জিম্মি করার পর শুক্রবার মধ্যরাত থেকে বাগেরহাট জেলায় পুলিশ এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যারা আগাম সতর্কা হিসেবে এসব ব্যবস্থা গ্রহণ করেছে।

বাগেরহাটে ওয়ার্ল্ড হ্যারিটেজ ষাটগুম্বজ মসজিদ, হযরত খানজাহানের (র:) মাজার শরীফ, মংলা বন্দর, মংলা ইপিজেড, নির্মানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, রাম-কৃষ্ণ আশ্রমসহ গুরুত্তপূর্ণ মন্দির, গীর্জা, বিদ্যুৎ, টেলিফোন, জেলা ও পুলিশ অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহর ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ টহল ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নজরদারী জোরদার করা হয়েছে।

মংলা বন্দরের ড্রেজিং ও মংলা ইপিজেডসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত বিদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চত করতে পুলিশি টহলসহ সার্বক্ষনিক নিরাপত্তা দেখভাল করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বাগেরহাটে বিদেশী পর্যটকদের আকর্ষণীয় স্থান ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ষাটগুম্বজ মসজিদ ও হযরত খানজাহানের (র:) মাজার শরীফকে বিশেষ নিরাপত্তার আওতায় আনা আসা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার নিজামূল হক মোল্যা এতথ্য নিশ্চিত করেছেন।

(একে/এএস/জুলাই ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test