E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা রক্ষার্থে তাঁকে জীবন দিতে হয়েছে'

২০১৬ জুলাই ০২ ১৫:১৩:২৬
'বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা রক্ষার্থে তাঁকে জীবন দিতে হয়েছে'

সালথা প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, জাতীয় সংসদের মাননীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম.পি বলেন- বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা, এই বাংলা রক্ষার্থে তাকে জীবন দিতে হয়েছে। অনেক মায়ের কোল খালি হয়েছে। অগণিত মা-বোনদের ইজ্জত নষ্ঠ হয়েছে। সেই কষ্টের এই বাংলা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিচ্ছে। তাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই দেশ আরো উন্নয়নের দিকে নিয়ে যাবো। সবাই কাঁধে কাধ মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।

শুক্রবার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সাকপালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তৈয়াবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার জ্যেষ্টপুত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সফল রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আয়মান আকবার বাবলু চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপনেতার দৌহিত্র ও আয়মন আকবার বাবলু চৌধুরীর একমাত্র সন্তান গিবরান আকবার চৌধুরী।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি ও তালমা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ ফিরোজ খান অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, পৌরসভা মেয়র মোঃ রায়হান উদ্দীন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফকির, মহিদুল ইসলাম লিখন, সালথা উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মামুন মিয়া প্রমূখ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান।




(এএনএইচ/এস/জুলাই০২,২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test