E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় পাঁচশ বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীকে শাড়ি বিতরণ

২০১৬ জুলাই ০২ ১৬:৪৮:০৪
কলাপাড়ায় পাঁচশ বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীকে শাড়ি বিতরণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :লাঠি ভর করে প্রায় পাঁচ কিলোমিটার কর্দমাক্ত রাস্তা পায়ে হেঁটে ৮৩ বছরের জয়গোন বিবি যখন হাতে নতুন শাড়িটি পেলো, তখন তাঁর দু’চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। দু’হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেণ। তাঁর মতো পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের পাঁচশ বিধবা, ভিক্ষুক ও স্বামী পরিত্যক্তা নারীকে নতুন শাড়ি বিতরণ করেণ পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান আঃ সালাম সিকদার।

শনিবার প্রবল ঝড়, বৃষ্টির মধ্যে ইউপি চেয়ারম্যানের নিজ বাড়ির আঙিনায় এ শাড়ি বিতরণ অনুষ্ঠান উদ্ধোধন করেণ চেয়ারম্যান আঃ সালাম সিকদারের মা মোসাঃ শামসুন্নাহার। উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক এস এম মোশারফ হোসেন মিন্টু, মিলন কর্মকার রাজু, হোসাইন আমির প্রমুখ।

ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আঃ সালাম সিকদার জানান, তাঁর ইউনিয়ন এখন ভিক্ষুক মুক্ত। ইউনিয়নে অসহায় স্বামী পরিত্যক্তা ও বিধবা নারীরা যাতে অন্য সবার মতো ঈদের আনন্দ করতে পারে এজন্য প্রতিবছর তিনি ঈদের আগে পাঁচশ জনকে শাড়ি বিতরণ করেণ।

(এমকেআর/এস/জুলাই০২,২০১৬

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test