E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগর উত্তাল, মংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ব্যাহত

২০১৬ জুলাই ০৩ ২২:০৬:০৬
বঙ্গোপসাগর উত্তাল, মংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ব্যাহত

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ায়। উপকূলে আসড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। বঙ্গোপসাগর বৈরী আচরণ করায় টিকতে পারছেনা ফিশিং ট্রলারগুলো। আবহাওয়া অফিস উপকূলসহ মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

লঘুচাপের কারণে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। লঘুচাপের ফলে রবিবার সকাল থেকে মংলা বন্দরসহ আশেপাশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যাচ্ছে। মংলায় বৃষ্টিপাতের কারণে বন্দরে অবস্থানরত সকল দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ। এদিকে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠায় গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লাদের নৌকা ও ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

(এসএকে/পি/জুলাই ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test