E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ঈদে সর্ববৃহত তিনটিঁ জামায়াত হবে ষাটগুম্বজ মসজিদে

২০১৬ জুলাই ০৪ ১৮:০৫:৪১
বাগেরহাটে ঈদে সর্ববৃহত তিনটিঁ জামায়াত হবে ষাটগুম্বজ মসজিদে

শেখ আহ্সানুল করিম, বাগেরহাট :  বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ষাটগুম্বজ মসজিদে ঈদের সর্ববৃহত ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। ৬শত বছরের অধিক সময় ধরে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়ে আসা ঐতিহাসিক এই ষাটগুম্বজ মসজিদে সকাল ৮টায় প্রথম, সকাল সাড়ে ৮টা দ্বিতীয় ও সকাল ৯ টায় এই ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। বিশ্ব ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদে ঈদের জামায়াতে অন্যান্য বছরের ন্যায় দেশী- বিদেশী পর্যটকরা নামাজ আদায় করবেন বলে আশা প্রকাশ করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।

বাগেরহাট জেলা শহরে প্রধান-প্রধান ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় আলিয়া মাদ্রাসা ময়দান, খানজাহান আলী দরগাহ মসজিদ, পুরাতন কোর্ট মসজিদ, মিঠা পুকুর পাড় জামে মসজিদ, ফলপট্টি মসজিদ, খানজাহানিয়া বায়তুল ফালাহ মসজিদ, নতুন কোর্ট মসজিদ, সারুই হাজী আরিফ মসজিদ ময়দান, সকাল সোয়া ৮টায় সোনাতলা আউলিয়াবাদ মসজিদ, খারদ্বার মসজিদ ও রেলওয়ে মসজিদে এবং সকাল সাড়ে ৮ টায় সরকারী পিসি কলেজ মসজিদ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

বাগেরহাটের জেলা প্রশাসন সুষ্ঠু ভাবে ঈদের জামায়াত ও আনন্দ উপভোগের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহনসহ পটকা, আতসবাজি ফুটানো বন্দ, রেকর্ডার ও মাইকের মাধ্যমে গান না বাজানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া কোমল পানীয় বিক্রির নামে রাস্তার পার্শে ও মোড়ে অস্থায়ী ষ্টল তৈরী থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করেছে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে আনন্দেও নামে এসব অশ্লীলতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করেছে।



(এসএকে/এস/জুলাই০৪,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test