E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় রাস্তা নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের চারজন জখম

২০১৬ জুলাই ০৪ ২০:৩১:২০
সাতক্ষীরায় রাস্তা নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের চারজন জখম

সাতক্ষীরা প্রতিনিধি :ইট দিয়ে রাস্তার ভাঙন প্রতিরোধ করাকে কেন্দ্র করে তিন নারীসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে করা জখম হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শেখ মাগফুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সদর উপজেলার নলকুড়া গ্রামের শেখ সামছুল হকের ছেলে শেখ মাগফুর রহমান (৪০), তার মা জাহানারা বেগম, স্ত্রী রুপালী বেগম (৩৪), তার মেয়ে মরিয়ম খাতুন (১৬)।

সদর হাসপাতালে চিকিৎসাধীন শেখ মাগফুর রহমান জানান, যৌথ মালিকানাধীন কবরস্থান ও রাস্তা নিয়ে তার সঙ্গে তাদের চাচাদের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। সম্প্রতি কবরস্থানের গাছ কাটা নিয়ে তার সঙ্গে চাচাদের বিরোধ বাঁধে। এ ছাড়া বাড়ির সামনে রাস্তাটি ড্রেনের পানিতে ভেঙে যাওয়া বন্ধ করতে তিনি কয়েকদিন আগে নিজের ইট দিয়ে ব্যারিকেট দেন। এ নিয়ে সোমবার সকাল ১১টার দিকে তার চাচাত ভাই শেথ জহুরুল হকের (৩৫) সঙ্গে বিরোধ বাঁধে। এ বিরোধের জের ধরে চাচা শেখ ফজলুল হক, নাজুল হক,চাচাত ভাই জহুরুল হক, মনিরুল ইসলাম, তার স্ত্রী সেলিনা খাতুন, তাকিদা খাতুন, রেশমা বেগম, চাচী আঞ্জুয়ারা বেগম, জহুরুলের স্ত্রী তহমিনা খাতুন তাকে বাশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। তাকে রক্ষায় এগিয়ে এলে স্ত্রী রুপালী, মা জাহানারা ও মেয়ে মরিয়মকেও পিটিয়ে জখম করা হয়। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে ছেড়ে দিলেও তাকে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ পরিমল কুমার বিশ্বাস জানান, শেখ মাহফুর রহমানের ডান হাত, ডান পা, পিঠ ও বুক সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে। এসব স্থানের এক্স-রে করতে বলা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় শেখ মাগফুর রহমান বাদি হয়ে নয়জনের নাম উল্লেখ করে সোমবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


(আরএনকে/এস/জুলাই০৪,২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test