E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানের থানচিতে খাদ্য সংকট নেই

২০১৬ জুলাই ০৫ ১৩:৫৫:২৬
বান্দরবানের থানচিতে খাদ্য সংকট নেই

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের দুর্গম থানচিতে খাদ্য সংকট নেই। খাদ্যাভাব এলাকায় ইতিমধ্যে পর্যাপ্ত চাল ও প্রয়োজনীয় নিত্যপন্য সরবরাহ করা হয়েছে। দুর্গম এলাকায় সাময়িক খাদ্যভাব দেখা দিলেও সরকারী ভাবে তা দ্রুত নিরসন করা হয়েছে। এমনকি হেলিকপ্টারে করেও অতি দুর্গম এলাকা গুলোতে জরুরী ভাবে চাল পাঠানো হয়েছে যা স্থানীয় লোকজন পেয়েছে বলে নিশ্চিত করেছে। ফলে খাদ্য সংকট আগেও ছিল না এখনো নেই। রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকা গুলোতে যোগাযোগ সমস্যার কারণে খাদ্য সরবরাহ করতে একটু বিলম্ব হওয়ায় সাময়িক ভাবে খাদ্যাভাব দেখাদিয়েছিল। সোমবার বিকেলে থানচি সদর ইউনিয়ন পরিষদে ভিজিএফ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল আলম, থানচি উপজেলা চেয়ারম্যান ক্য হ্লা চিং মারমা, জেলা পরিষদের সদস্য থোয়াই হ্লা মং মারমা, থানচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসাইন, থানচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মং থোয়াই ম্যা রনি, রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা, নব নির্বাচিত চেয়ারম্যান মুই শৈ থুই মারমা প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বীর বাহাদুর আরো বলেন, খাদ্য সংকট নিয়ে সাংবাদিকরা যা রির্পোট করেছেন তা অতিরঞ্জিত হয়েছে। অতিরঞ্জিত কোন কিছু শুভকর নয়। বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পুর্ণ একটি স্বনির্ভর দেশ। যেখানে সরকার পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালকে খাদ্য সহায়তা দিচ্ছে এবং দেশের চাহিদার অতিরিক্ত চাল বিদেশে রফতানী করছে সেখানে খাদ্য সংকট থাকার কোন যুক্তি নেই। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, জনপ্রতিনিধিরা জনগণের মুখপত্র। তাই তাদের দায়দায়িত্ব ও জবাব দিহিতা অনেক বেশী। রাষ্ট্রের স্বার্থ সমুন্নত রেখে যে কোন পরিস্থিতিতে সঠিক তথ্য ও গঠন মুলক বক্তব্য জাতির জন্য মঙ্গলজনক। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের আরো শর্তক হতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর পাহাড়ের চিত্র পুরোটাই পাল্টে গেছে। আওয়ামীলীগ যখন ক্ষমতায় যায় তখনই দেশে উন্নয়ন হয়। থানচিতে একসময় গাড়ী যাবে তা কখনো কেউ কল্পনা করেনি। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যে, থানচি ব্রীজ, আলীকদম-থানচি সড়কসহ আন্ত সড়ক যোগাযোগের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, আর্ত সামাজিক প্রকল্প বাস্তবায়ন, দারিদ্রতা দুরিকরণ সংক্রান্ত নানা গ্রহন ও বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-চিন্তা ও আন্তরিকতায় পাহাড়ের আনাচে কানাচে অভুতপুর্ব উন্নয়ন হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর জন্য বিশেষ ভাবে দোয়া করবেন, তিনি যেন দীর্ঘজীবি হন এবং জনকল্যানে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। বীর বাহাদুর আরো বলেন, পাহাড়ে উন্নয়ন অব্যহত রাখতে চাইলে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে হবে। প্রয়োজনে প্রতিটি পাড়ায় পাড়ায় সন্ত্রাস বিরোধী সংগঠন প্রতিষ্ঠা করে পাহাড়া দিতে হবে। কোন অবস্থাতেই সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না। এ ব্যাপারে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে পাড়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

মতবিনিময় সভার আগে তিনি থানচি ব্রীজ সংলগ্ন এলজিইডি’র অর্থায়নে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে থানচি-বলিপাড়া সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ ছাড়াও বান্দরবান-থানচি সড়কের নিকটবর্তী বেশ কয়েকটি পাড়ায় উন্নয়ন বোর্ডের মাধ্যমে কয়েক হাজার মিশ্র ফলের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী।

(এএফবি/পি/জুলাই ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test