E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গুলশান হামলায় প্রথমে বিদেশীদের হত্যা করা হয়েছে’

২০১৬ জুলাই ১২ ১৭:৩৭:৪৮
‘গুলশান হামলায় প্রথমে বিদেশীদের হত্যা করা হয়েছে’

ঠাকুরগাঁও প্রতিনিধি : গুলশান হামলায় প্রথমে বিদেশীদের হত্যা হয়েছে বলেছেন জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেন মুহাম্মদ এরশাদ।

মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলা বড় খোচাবাড়ী দৌলত পুর গ্রামে নর্থ’স এগ মুরগী ফার্ম পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন বাঙ্গালীদের গায়ে তারা প্রথমে হাত দেয় নাই। বাঙ্গালী একটি ছেলে মারা গেছে। প্রশ্ন হল কেন বিদেশীদের মারা হল। আমাদের বাঙ্গালীদের গায়ে হাত দিলনা কেন। এ প্রশ্ন উত্তর আমি দেই। ইরাক ধ্বংস করল কে? লিবিয়া ধবংস করল কে? সিরিয়া ধ্বংস করতেছে কে? আফগানিস্তান ধবংস করছে কে? (ওয়েষ্টান পাওয়ার) পশ্চিমা শক্তিগুলো।

পশ্চিমাদেশ গুলোর কথা ইঙ্গিত করে হুসেন মুহাম্মদ এরশাদ বলেন, পশ্চিমা দেশগুলোতে যখন একটি বোম্বিং হয় সেখানে ৩০জন লোক মারা যায়। অনেক মিডিয়া সেটাকে ফলাও করে ছাপায়। এ লোকগুলো সন্ত্রাসী হল কেন? তাদের বাড়ি ঘর থেকে উৎখাত করল কে? তাদের ছেলেগুলোকে মারছে কে? পশ্চিমাদের উপর তাদের প্রতিশোধ নিতে তারা এ কাজগুলো করছে। কিন্তু এখানে সাহস করে কেউ কিছুই বলতে পারছেনা।

হুসেইন মুহাম্মদ এরশাদ আরো বলেন, গুলশান হামলায় এত হত্যাকান্ড ঘটল এতো অস্ত্রপাতি নিয়ে ঢুকলো তা ঢুকার কথা না তাদের কোন খবরা খবর ছিলনা। অর্থাৎ দেশিয় ইন্টেলিজেন্সি ফেইলোর হয়েছে। আমি বলেছিলাম যারা ইন্টিলিজিং চিফস তাদের বরখাস্ত করা উচিৎ। এত বড় বাহিনি তা সত্ত্বেও এতো লোক ঢুকলো কেমন করে।

বিরোধী দল গুলোর প্রতি আলোচনার আহবান জানিয়ে এরশাদ বলেন, বসে আলোচনা করি। যারা সুস্থ রাজনীতি করে ভাঙ্গচুরের সন্ত্রসী রাজনীতি করেনা। সে সব দল গুলো নিয়ে বসা যায় আলোচনায়। আমরা সকল দলের প্রতিনিধিরা কিছু সাজেশন্স দিবো। তবে কাজটি সরকারকেই করতে হবে।

(এফআইআর/এএস/জুলাই ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test