E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীশংকৈল ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন

২০১৬ জুলাই ১২ ১৭:৪২:২৫
রাণীশংকৈল ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও রাণীশংকৈল ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কলেজ কতৃপক্ষ ও এলাকাবাসি।  আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাণীশংকৈল উপজেলার কলেজ গেটের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচী পালন করা হয়।

এসময় কলেজের অধ্যক্ষ তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, প্রধাণমন্ত্রীকে ভুল বুঝিয়ে রাণীশংকৈল ডিগ্রী কলেজকে জাতীয়করণ থেকে বাদ দেয়া হয়েছে। প্রায় সাড়ে ৪হাজার ছাত্র-ছাত্রী এই প্রতিষ্ঠানে লোখাপড়া করলেও কলেজটিকে কেন জাতীয় করণ করা হবে না।

অবিলম্বে সরকার কলেজটির প্রতি শুভ দৃষ্টি রেখে জাতীয়করণ করার অনুরোধ জানান। মানববন্ধনে কলেজের শিক্ষক, অভিভাবক, এলাকাবাসি ও শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে একটি মৌন মিছিল নিয়ে কলেজ চত্বর প্রদক্ষিণ করে।

(এফআইআর/এএস/জুলাই ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test