E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খোলা বাজারে আটা বিক্রি বন্ধ, নিম্ন আয়ের মানুষের মানবেতর জীবন যাপন

২০১৬ জুলাই ১৩ ১৮:০১:২০
খোলা বাজারে আটা বিক্রি বন্ধ, নিম্ন আয়ের মানুষের মানবেতর জীবন যাপন

নওগাঁ প্রতিনিধি : গত রমজানের আগে থেকেই নওগাঁ পৌর শহরে ওএমএসের (ওপেন মার্কেটিং সেল) আটা বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। শুধু রমজান মাসে বন্ধ থাকবে এমন কথা বলা হলেও ঈদের এক সপ্তাহ পেরিয়ে গেলেও খোলা বাজারের আটা বিক্রি এখনো শুরু করা হয়নি।

ফলে প্রতিদিন হাজার হাজার নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সরকারের ন্যায্য মূল্যের আটা কিনতে ডিলারদের দোকানে ভিড় করেও হতাশ মনে খালি হাতে বাড়ি ফিরছে। প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ আটা নেয়ার জন্য ডিলারদের দোকানে ভিড় করছে। স্বল্প আয়ের মানুষ আটা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

জানা গেছে, নওগাঁ শহরে খোলা বাজারে আটা বিক্রির জন্য সরকারের খাদ্য বিভাগ ১৪ জন ডিলার নিযুক্ত করেন। প্রতিদিন প্রত্যেক ডিলারকে ৬৫০ কেজি করে আটা বরাদ্দ দেয়া হয়। ডিলাররা ওই আটা ৩ কেজি করে প্রতিদিন ৩ হাজার ৩৩ ভোক্তার কাছে বিক্রি করেন।

সরকার নির্ধারিত ১৭ টাকা কেজি দরে ৩ হাজার ৩৩টি পরিবারের মানুষ প্রতিদিন ওই আটা খেয়ে জীবন ধারন করে। গত এক মাসেরও বেশী সময় ধরে আটা বিক্রি বন্ধ থাকায় ওইসব পরিবারে হাহাকার দেখা দিয়েছে। ওএমএসের আটা বিক্রি বন্ধ থাকায় বাজারে আটার দাম বেড়ে গেছে। ৩৪ থেকে ৩৮ টাকা কেজি দরে তারা বাজার থেকে আটা কিনতে পারছেনা। তাই উল্লেখিত পরিবারের মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

বুধবার এব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঈদের পর সিটি কর্পোরেশন এলাকায় বিক্রির আদেশ হয়েছে। আশা করছি অল্পের মধ্যে পৌর এলাকাতেও আটা বিক্রির আদেশ আসতে পারে। আদেশ পেলেই ওএমএসের আটা বিক্রি শুরু করা হবে।

(বিএম/এএস/জুলাই ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test