E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামপাল মৈত্রী সুপার পাওয়ার বিদ্যুৎ প্রকল্পের প্রথমিক কাজ শুরু

২০১৬ জুলাই ১৩ ১৮:১৮:০৬
রামপাল মৈত্রী সুপার পাওয়ার বিদ্যুৎ প্রকল্পের প্রথমিক কাজ শুরু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার পাওয়ার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ৩০ জনকে প্রশিক্ষণের মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। সামাজিক দায়বদ্ধ প্রকল্পের অধীনে রামপালের ৩০ জন যুবক-যুবতীকে বুধবার দুপুরে প্রকল্প এলাকায় ফিতা কেটে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ-ভারত দুই বিদ্যুৎ সচিব।

এ সময়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ভারতীয় বিদ্যুৎ মন্ত্রনালয়ের সচিব প্রদীপ কুমার পুজারী বলেছেন, ‘সর্বোচ্চ তিন মাসের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রের মুল কাজ শুরু হবে। ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের ভেতরই প্রকল্পের কাজ সম্পন্ন হলে প্রথম পর্যায়ে ১৩শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হরা হবে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই প্রকল্পের কাজ করা হবে। একারনে সুন্দরবনসহ পরিবেশের কোন ক্ষতি হবেনা’।

বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম বলেন, সুন্দরবনের ওপর নির্ধরশীলতা কমাতে বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুৎ থেকে তিন পয়সা হারে আলাদা তহবিল করে বছরে ৩০ কোটি টাকা স্থানীয় উন্নয়ন খাতে ব্যায় করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশানর হর্ষ বর্ধন শ্রিংলা, বিআইএফপিসিরএল এর ব্যবন্থাপনা পরিচালক উজ্বল কান্তি ভট্টাচার্যসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

(একে/এএস/জুলাই ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test