E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'জামায়াত-শিবির দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে'

২০১৬ জুলাই ১৩ ২১:৪৬:০৬
'জামায়াত-শিবির দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে'

বাগেরহাট প্রতিনিধি  :কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘আইএস, আলকায়দা ও তালেবান নামে কোন জঙ্গি সংগঠন বাংলাদেশে নেই। জামায়াত-শিবির আন্তর্জাতিক সংস্থার নাম ব্যবহার করে দেশে একের পর এর জঙ্গি তৎপরতা চালাচ্ছে। জঙ্গি তৎপরতা বন্ধ করতে হলে জামায়াত-শিবির নির্মূল করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার বিকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘রাজধানী গুলশানের হলি আর্টিসান রেষ্টুরেন্ট থেকে শুরু করে পূরোহিত এবং ধর্ম যাজকসহ সকল হত্যাকান্ডের ঘটনায় জড়িত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রায় প্রত্যেকেই জামায়াতের সহযোগি সংগঠন ছাত্র শিবিরের নেতা-কর্মী। ধর্মভিত্তিক সন্ত্রাসী রাজনৈতিক দল জামায়াত ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে দেশে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড ঘটাচ্ছে।

তিনি আরও বলেন, দেশে মানবতাবিরোধী যুদ্ধাপরাধিদের বিচার চলছে। যুদ্ধাপরাধী হিসাবে জামায়াত ইসলাম এখন আদালতের কাঠগড়ায়। জামায়াত ইসলামের শীর্ষপর্যায়ের অনেক নেতা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়ে বিচারের রায়ে দন্ড ভোগ করছেন এবং আরও অনেক শীর্ষ নেতার মামলা এখনো বিচারধীন আছে। এদেও বিচার শেষ হওয়ার পর পরই যুদ্ধাপরাধি দল হিসাবে জামায়ত ইসলামের রাজনীতি চিরতরে বন্ধ হবে বলে তিনি মন্তব্য করেন। সন্ত্রাস-জঙ্গিবাদ নিয়ে গোটাবিশ্ব শংঙ্কিত। মুসলমান হিসাবে আমরা লজ্জিত ও দু:খিত। মুসলমানদের দিয়ে মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। হত্যার দায়ভার মুসলিমদের উপর চাপানো হচ্ছে।
কর্মশালায় তিনি জামায়াত-শিবিরের জঙ্গি তৎপরতা বন্ধ করতে আলেম সমাজের প্রতি আহ্বান জানান।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আজমুল হকের সভাপতিত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মশালায় অনান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা ও ইসলামী ফাউন্ডেশনের সাবেক পরিচালক মো. হারুন অর রশিদ প্রমুখ।

ইসলামী ফাউন্ডেশন বাগেরহাট আয়োজিত এই কর্মশালায় জেলার ৯ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মসজিদের ছয় শতাধিক খতিব, ইমাম ও শিক্ষক অংশ নেন।

(এসএকে/এস/জুলাই১৩,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test