E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

২০১৬ জুলাই ১৪ ১৭:৫৮:৫২
নওগাঁ জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক সময়ের অস্থির পরিবেশে পুলিশের নিরাপত্তা ডিউটি কতটা বাস্তবসম্মত উপায়ে করতে হবে, তার বিশদ ও বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়। কোন জেএমবি বা যে কোন জঙ্গী সংগঠন যেন দেশের ভাবমূর্তি নষ্ট করতে না পারে এবং সকল প্রকার নাশকতাসহ জঙ্গীবাদ প্রতিরোধে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।  দুপুর ১২টায় নওগাঁ পুলিশ লাইন্সে “বৃক্ষ রোপন” কর্মসূচীর উদ্বোধন করেন, পুলিশ সুপার। 

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা উপলদ্ধি করেই এসপি সকলকে বৃক্ষরোপনে উদ্ধুদ্ধ করতে এই কার্যক্রম গ্রহন করেন। এছাড়া জেলার যে সকল সন্ত্রাসী অথবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে মিসিং হয়েছে, তাদের খুঁজে বের করার জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের ক্রান্তি লগ্নে ঢাকার গুলশানের হলি আর্টিজেন বেকারীতে সন্ত্রাসী কর্মন্ডের প্রেক্ষিতে নিহত সিনিয়র সহকারী পুলিশ সুপার ও বনানী থানার অফিসার ইনচার্জ এবং কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদের জামাতে জঙ্গী নাশকতায় শহিদ দুই জন কনষ্টেবলদের জন্য দুই মিনিট নীরবতা পালন করেন এবং তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

(বিএম/এএস/জুলাই ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test