E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলা- ঘষিয়াখালী আর্ন্তজতিক নৌপথ

প্রধানমন্ত্রীর নির্দেশ মানছেনা আওয়ামী লীগ সভাপতি !

২০১৬ জুলাই ১৫ ১৪:৫০:১৪
প্রধানমন্ত্রীর নির্দেশ মানছেনা আওয়ামী লীগ সভাপতি !

বাগেরহাট প্রতিনিধি :বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ প্রটোকল ভূক্ত বাগেরহাটের মংলা- ঘষিয়াখালী আর্ন্তজতিক নৌপথ সচল রাখতে এরসাথে সংযুক্ত সকল রেকর্ডীয় সরকারী খালের অবৈধ্য বাঁধ আপসারনে প্রধানমন্ত্রীর নির্দেশ মানছেনা বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল ওয়াহাব।

রামপাল আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন একই উপজেলার ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ অহিদুজ্জামান।

ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ অহিদুজ্জামান বাগেরহাট জেলা প্রশাসকের কাছে ১১ জুলাই লিখিত অভিযোগ করে জানিয়েছেন, শেখ আব্দুল ওয়াহাব ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা বাজারের দক্ষিণে তার চিংড়ি খামারের মধ্যে দুই কিলোমিটার সরকারী রেকর্ডীয় খালের দুটি অবৈধ বাঁধ দিয়ে চিংড়ি চাষ করছেন। এতে করে পানি সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। তাঁর কারনে ভোজপাতিয়া ইউনিয়নে সরকারী রেকর্ডীয় সব খালের অবৈধ বাঁধ আপসারণ করে উন্মুক্ত করতে পারছেনা উপজেলা প্রশাসন।

মংলা- ঘষিয়াখালী আর্ন্তজতিক নৌপথ সচল রাখতে চ্যানেলটির সাথে সংযুক্ত ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা বাজারের দক্ষিণে রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল ওয়াহাবের চিংড়ি খামারের মধ্যে সরকারী রেকর্ডীয় খালের দুটি অবৈধ্য বাঁধ অপসারন চেয়েছেন জেলা প্রশাসকের কাছে অভিযোগকারী। তবে এবিষয়ে রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল ওয়াহাবের বক্তব্য জানতে তাঁর মোবাইলে (০১৭১৫-১৬৬২৬৩) অনেক বার চেষ্টা করেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

রামপাল উপজেলা নিবার্হী কর্মকর্তা রাজিব কুমার রায় বলেন, মংলা- ঘষিয়াখালী আর্ন্তজতিক নৌপথ সচল রাখতে চ্যানেলটির সাথে সংযুক্ত সকল রেকর্ডীয় খালের অবৈধ্য বাঁধ আপসারনে করতে সরকারের পক্ষ থেকে রামপার ও মংলা উপজেলা প্রশাসনকে ১৫শত মেট্রিক টন চার দেয়া হয়েছে। ১২ জুন থেকে এই দুই উপজেলার সরকারের রেকর্ডীয় খালের সব অবৈধ্য বাঁধ অপসারন শুরু হয়েছে। শুধু মাত্র রামপার উপজেরায় ৩২৪টি সরকারের রেকর্ডীয় খালে ১ হাজার ৫৬৭টি অবৈধ্য বাঁধ রয়েছে। বাঁধ আপসারনের কাজ এখনো চলছে। যে যতো বড় ক্ষমতাবান বা শক্তিশালী হোক না কেন,- চিংড়ি খামারের মধ্যে সরকারী খালের অবৈধ্য সকল বাঁধ আপসারন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।





(এসএকে/এস/জুলাই১৫,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test