E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাতিটির মালিক খুঁজছে ধামইরহাট থানা পুলিশ

২০১৬ জুলাই ১৫ ১৮:০৭:৫০
হাতিটির মালিক খুঁজছে ধামইরহাট থানা পুলিশ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট থানা পুলিশ একটি হাতি আটক করে যেন চরম বিব্রতকর অবস্থায় পড়েছে । হাতিটির কোন মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার শল্পী বাজার থেকে ওই হাতিটি আটক করা হয়। তথ্য অনুসন্ধানে জানা গেছে, মৌলভীবাজার এলাকার জনৈক ব্যবসায়ী নঈমুদ্দিন তার হাতিটি সাদা নামক এক ব্যক্তিকে ৬ মাসের চুক্তিতে ভাড়া দেয়। ভাড়াটিয়া ওই ব্যক্তি সাদা মিয়া ভাড়ায় গ্রহণকৃত হাতিটি পুনরায় একটি যাত্রা দলে গোপনে ভাড়া দিলে হাতির মুল মালিক নইমুদ্দিন তা জানতে পারে এবং সাদা মিয়াকে তলব করে। সাদা মিয়া কৌশলে হাতির মাহুতসহ হাতিটি ধামইরহাট উপজেলার উত্তর চকরহমত গ্রামের আব্দুস সামাদ ওরফে পুস্কি সামাদের ছেলে দুলাল হোসেনের নিকট পাঠায়। ঘটনাটি জানতে পেরে পুলিশ ওই হাতিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখে এবং দুলালকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করে।

ধামইরহাট থানার ওসি সিকদার মোঃ মশিউর রহমান জানান, হাতির মুল মালিক শুক্রবার সন্ধ্যায় থানায় আসার কথা রয়েছে। তিনি আসলেই প্রকৃত মালিকের সঙ্গে আলোচনা শেষে যাচাইঅন্তে মুল মালিকের নিকট হাতিটি হস্তান্তর করা হবে। তবে বনবিভাগ ও বণ্যপ্রানি দপ্তর বলছে যে, বণ্যপ্রাণি অধিদপ্তরের ছাড়পত্র ও অনুমতি না থাকলে হাতিটি বন্যপ্রাণি অধিদপ্তর বাজেয়াপ্ত করবে বলে বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক জানান। থানায় আটককৃত হাতিটি দেখতে শুক্রবার শত শত উৎসুক জনতা থানায় ভিড় জমায়।

(বিএম/এএস/জুলাই ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test