E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ

২০১৬ জুলাই ১৬ ১৪:১১:৪৭
কলাপাড়ায় কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :পটুয়াখালীর কলাপাড়ার খেপুপাড়া ইসমাইল হোসেন তালুকদার পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের সিভিল ইলেট্রিক্যাল বিভাগের শেষ বর্ষের মেধাবী ছাত্র সোহেল চৌধুরীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে কলাপাড়ার সর্বস্তরের মানুষ।

হত্যাকারীদের ফাসিঁর দাবিতে শনিবার সকাল ১০ টায় খেপুপাড়া ইসমাইল হোসেন তালুকদার পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহনে পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্রিতে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ওই ইনষ্টিটিউটের শিক্ষক মো. আলাউদ্দিন। বক্তব্য রাখেন, নিহত ছাত্রের পিতা বিজিবির (অবঃ) সুবেদার মেজর মো.মোতালেব চৌধুরী, কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কামান্ডার হাবিবুল্লাহ রানা, কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারণ সম্পাদক নাসির তালুকদার, খেপুপাড়া এমবি অনার্স কলেজের অধ্যাপক মো.রফিকুল ইসলাম, ইনষ্টিটিউটের শিক্ষক মো. তুহিন তারেক, সাইদুর রহমান, মো.গোলাম রায়হান, কলেজ ছাত্র মো. জমির উদ্দিন, বসির উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পুলিশ হত্যা মামলার কোন আসামীকে গ্রেফতার না করে মামলাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে নানা রকম ষড়যন্ত্র করছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই খেপুপাড়া ইসমাইল হোসেন তালুকদার পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের সিভিল ইলেট্রিক্যাল বিভাগের শেষ বর্ষের ছাত্র সোহেল চৌধুরীকে তার নিজ বাড়ি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের হরিদ্রা বাড়িয়া গ্রামের বাড়ির সামনে পরশী সাবেক ইউপি মেম্বর মো. শাহজাহান কবিরের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওই দিনই বরগুনা থানায় শাহজান কবিরকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দয়ের করে। মামলার ১৩ দিনেও কোন আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেণি।





(এমকেআর/এস/জুলাই১৬,২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test