E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় অটো-রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত ২,আহত ৫

২০১৬ জুলাই ১৬ ১৬:২৪:০৬
নওগাঁয় অটো-রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত ২,আহত ৫

নওগাঁ প্রতিনিধি : শনিবার সকাল ৬টায় নওগাঁ পৌরসভার লস্করপুর মহল্লায় রাম অটো রাইস মিলের (টুম্পা) বয়লার বিস্ফোরনে ২জন নিহত এবং ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৪জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সকলেই ওই মিলের শ্রমিক।

নিহতরা হলো, নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের লক্ষ্মনপুর গ্রামের হানিফ উদ্দিনের পুত্র হামিদুর ওরফে আনোয়ার (২৮) এবং কুড়িগ্রাম জেলা সদরের সবুজপাড়া গ্রামের সাইদুর রহমান (২৮)। আহতদের মধ্যে জনি (৩২), বাবু (৩৫), এমরান (২১) ও দুলাল (২৭)কে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়েছে। ফোরম্যান সাদেক আলী (৪০) নওগাঁয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই মিলের মিলিং মিস্ত্রী মকলেছুর রহমান ও গরু রাখাল জালাল উদ্দিন বলেন, ভোর ৪টায় মিলে ধান সিদ্ধ-ভাপাই করার জন্য বয়লারে গ্যাস তোলা শুরু হয়। সাতজন শ্রমিক সেখানে কর্মরত ছিল। ধান সিদ্ধ শুরু হতেই সকাল ৬টায় বয়লারে অত্যধিক হিট ও গ্যাস উৎপাদনের ফলে বিকট শব্দে বয়লারটির বিস্ফোরণ ঘটে। এতে ওই বয়লারে ইট, টিন, দেয়াল. টিনের চালা, মেশিনপত্রসহ বিধ্বস্ত হয়ে উড়ে যায়। এতে সেখানে কর্মরত ৭ শ্রমিক গুরুতর আহত হয়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে সকলকেই রাজশাহী মেডিক্যালে রেফার্ড করা হয়। রাজশাহী নেয়ার পথেই উপরোক্ত দু’জনের মৃত্যু ঘটে।

(বিএম/এস/জুলাই১৬,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test