E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উদ্বোধন হলো ক্ষুদ্র নৃগোষ্ঠির স্থায়ী মঞ্চ ‘ভাগেদিন আখড়া’

২০১৬ জুলাই ১৬ ২০:৫৫:১১
উদ্বোধন হলো ক্ষুদ্র নৃগোষ্ঠির স্থায়ী মঞ্চ ‘ভাগেদিন আখড়া’

নওগাঁ প্রতিনিধি : শনিবার সকালে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের জন্য এই প্রথম নির্মিত মঞ্চ ‘ভাগেদিন আখড়া’  উদ্বোধন করা হয়েছে।

ভাগেদিন আখড়া সাঁওতালী ভাষা। যার অর্থ ”শুভদিনের মঞ্চ”। ১৯৯৬ সালে প্রথম এই মাঠে আদিবাসীদের কারাম উৎসব (ডাল পুঁজা) অনুষ্ঠিত হয়। তখন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন ও বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক আদিবাসী পরিষদের উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল ওই আয়োজনটি করেছিলেন। এরপর নওগাঁর নাটশাল মাঠের কারাম উৎসবের খবর ছড়িয়ে পড়ে দেশের গন্ডি পেড়িয়ে বিদেশে।

দেশের বরেণ্য ব্যক্তিগণ ছাড়াও প্রতিবেশী ভারত ও অন্যান্য দেশের মানুষ এখনো আসেন এই উৎসবে সামিল হতে। দীর্ঘদিন কোন রকম একটি মঞ্চ সাজিয়ে চলেছে ওই উৎসব। কিন্তু নওগাঁর মহাদেবপুর উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম, তাজকির-উজ-জামান উদ্যোগ নিয়ে নির্মাণ করে দিলেন ক্ষৃদ্র নৃ-গোষ্ঠির জন্য দেশে এই প্রথম স্থায়ী মঞ্চ ‘ভাগেদিন মঞ্চ’।

গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম তাজকির উজ-জামান।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডার সভাপত্বিতে বক্তব্য রাখেন মহাদেবপুর সদর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান মাহাবুবুর রহমান ধলু, রাইগাঁ ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম, নওগাঁ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, সাহিত্যিক ও ইতিহাস গবেষক অধ্যাপক (অবঃ) আতাউল হক সিদ্দিকী, নাটশাল মাঠ পরিচালক আহসান হাবীব, সাংবাদিক নবির উদ্দিন, উপন্যাসিক ও সাংবাদিক ফরিদুল করিম, গোলাম রসুল বাবু, সাখাওয়াত হোসেন, জেলা বাসদ সমন্বয়ক জয়নাল আবেদীন মকুল, উপজেলা পি,আই ও মুলতান হোসেন, উপজেলা বন কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ।

এসময় নাটশাল মাঠের চারধারে কদম ও সোনালু গাছের চারা রোপন করা হয়। উল্লেখ্য প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমাতে নাটশালে আদিবাসীদের কারাম উৎসব (ডালপূঁজা) অনুষ্ঠিত হয়।

(বিএম/এস/জুলাই ১৬,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test