E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে চিঠি দিয়ে দুই পুরোহিতকে হত্যার হুমকি

২০১৬ জুলাই ১৭ ২১:১৯:৫৪
নোয়াখালীতে চিঠি দিয়ে দুই পুরোহিতকে হত্যার হুমকি

নোয়াখালী প্রতিনিধি :আরবি ও বাংলা মিশ্রিত লেখার চিঠি দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের দুই মন্দিরের পুরোহিতকে জবাই করে হত্যার হুমকি দেয়া হয়েছে।

উপজেলার সিরাজপুর ইউনিয়নের যোগিদিয়া শ্রী শ্রী জয় কালী মন্দিরের পুরোহিত শিব প্রসাদ চক্রবর্তী ও পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালিবাড়ি মন্দিরের পুরোহিত লিটন চক্রবর্তীকে জবাই করে হত্যার হুমকি এ চিঠি দেয়া হয়।

শনিবার সকালে বিরাহিমপুর গ্রামের এ ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় কোম্পানীগঞ্জ থানায় অবহিত করা হলে গতকাল রোববার পুলিশ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে। এ ঘটনায় মন্দির দুটির পুরোহিত ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে।

যৌগিদিয়া শ্রী শ্রী জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র কর্মকার জানান, শনিবার সকালে প্রতিদিনের মতো পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দির পরিস্কার করতে ওই বাড়ির বিউটি রাণী মজুমদার মন্দিরে যান। মন্দিরের গেইট খুলতেই একটি সাদা চিরকুট পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি মন্দিরের লোকজনদের জানালে তারা চিরকুটটি খুলে পড়ে দেখেন। চিঠিতে বাংলা ও আরবি মিশ্রিত ছিল। শুরুতে আরবি ও শেষে আরবী, মধ্যখানে বাংলায় লেখা ছিল ‘আশির্বাদ ঠাকুর লিটন ও কালিবাড়ীর সেবায়েত দুইজনকে জবাই করে হত্যা করা হবে।’ তবে চিঠিটি কে বা কারা কখন দিয়েছেন তা তিনি বলতে পারেননি।

পরে শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ থানায় মৌখিকভাবে বিষয়টি জানানো হলে এস.আই শিশিরসহ পুলিশ সদস্যরা মন্দির দুটি পরিদর্শন করেন। গতকাল রোববার পুলিশ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি নিতাই শীল সাংবাদিকদের বলেন, চিঠি পাওয়ার পর পরই স্থানীয় হিন্দু ধর্মালম্বী যুবকরা দুই মন্দিরে পাহারার ব্যবস্থা করেছেন। এ মুহুর্তে হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকের মধ্যে আতংক বিরাজ করছে।

জানতে চাইলে চিঠি ও থানায় জিডির বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী। ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নং ৫৯৯।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশের নজরদারী জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।


(এসটিএইচ/এস/জুলাই ১৭,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test