E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

২০১৬ জুলাই ১৮ ১১:৪৬:৪১
নওগাঁয় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : রবিবার দুপুরে শহরের মুক্তি কমিউনিটি সেন্টারে নওগাঁয় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প আয়োজি কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সৈয়দ আমিন উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিবিএম, পিপিএম, ঢাকা মিরপুরের শায়খুল হাদীস জামিয়া মোহাম্মাদীয়া আরাবিয়া মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান, ঢাকা ইসলামিক ফাউন্ডেশানের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।

অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শাকিল আহম্দে বাদল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ইসলাম কখনই কোন ধর্মের ওপর আঘাত এবং কোন মানুষ হত্যার মত ঘটনা সমর্থন করে না। বাংলাদেশে আই এসের কোন অস্তিত্ব নাই। কখনও আইএস বাংলাদেশে আসতেও পারবেনা। আইএস এর নাম ব্যবহার করে ইসলামের শত্রুরা বিশ্বে মুসলমানদের মর্যাদাহীন এবং হেয় প্রতিপন্ন করার জন্য এসব জঙ্গি তৎপরতা চালিযে যাচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ক্কওমী, আলীয়া, ওলামা, মাসায়েখদের মধ্যে কোন দ্বন্দ্ব নাই।

আজকে কেবলমাত্র জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করতে এই অবস্থার সৃষ্টি করেছে। সভায় দেশকে এই অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করতে সারাদেশের ইমাম ওলামা মাশায়েখদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহবান জানানো হয়। কর্মশালায় জেলার প্রায় দেড় হাজারেরও বেশী ইমাম, ওলামা, মাশায়েখ এবং ইসলামী চিন্তাবিদ অংশ গ্রহন করেন।


(বিএম/এস/জুলাই ১৮,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test