E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে শীমুলতলী সেতুর এ্যাপ্রোচ সড়কে ধস

২০১৬ জুলাই ১৯ ১৫:৩৪:৫৩
ধামইরহাটে শীমুলতলী সেতুর এ্যাপ্রোচ সড়কে ধস

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটের আত্রাই নদীর ওপর নির্মিত শীমুলতলী তর্কি উদ্দিন পার্সী (রহ.) সেতুর পূর্ব অংশের এ্যাপ্রোচ সড়ক কয়েকদিনের বৃষ্টির পানিতে ধ্বসে গেছে। এর ফলে ধামইরহাট-আগ্রাদ্বিগুন সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা য়ায়, ধামইরহাট সদরের সঙ্গে উপজেলার পশ্চিম অংশের দুই ইউনিয়ন খেলনা, আগ্রাদ্বিগুন এবং সাপাহার ও পোরশা উপজেলার জনসাধারণের যোগাযোগের একমাত্র মাধ্যম ছোট যমুনা নদীর ওপর এই তর্কিউদ্দিন পার্সী (রহঃ) সেতুটি। কিন্তু সেতুর পূর্ব অংশের এ্যাপ্রোচ সড়ক বর্ষার ভারী বৃষ্টির কারণে ধসের সৃষ্টি হয়েছে।

রাস্তার বেশ কয়েকটি স্থানে পানির তোড়ে মাটি ও বালু সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় ওই রাস্তার ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এ রাস্তার ওপর দিয়ে ধামইরহাট, সাপাহার, পোরশা উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার হাজার হাজার মানুষ রংপুর,দিনাজপুর ও বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। সেতু নির্মাণের পর থেকে স্থায়ী কোন ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে রাস্তা ভেঙ্গে চলাচল বন্ধ হয়ে যায়।

প্রতি বছর সরকারি খরচে অস্থায়ীভাবে রাস্তা মেরামত করা হয়। এতে সরকারের ব্যাপক অর্থ অপচয় হয়ে থাকে। রাস্তাটিকে স্থায়ীভাবে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিলে একদিকে যেমন জনগণের ভোগান্তি কমবে, অন্যদিকে সরকারের অর্থ অপচয় রোধ হবে। এ ব্যাপারে এলজিইডির ধামইরহাট উপজেলা প্রকৌশলী মোঃ আলী হোসেন বলেন, ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। যোগাযোগ ব্যবস্থা যেন বন্ধ না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাছাড়া সড়কটি যেন বর্ষার পানিতে ভেঙ্গে না যায় সে ব্যাপারে স্থায়ী পদক্ষেপ নেয়ার জন্য মঙ্গলবার জেলা পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাদের সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।

(বিএম/এএস/জুলাই ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test