E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রানীনগরে আওয়ামীলীগের অফিস চা-দোকানীর কাছে বেচে দিয়েছে এক মেম্বার!

২০১৬ জুলাই ১৯ ১৫:৪২:১৯
রানীনগরে আওয়ামীলীগের অফিস চা-দোকানীর কাছে বেচে দিয়েছে এক মেম্বার!

নওগাঁ প্রতিনিধি : স্থানীয় গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তুলে আওয়ামীলীগের অফিস ঘর তৈরী করা হয়েছিল। ঘরটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত স্থানীয় এমপি ইসরাফিল আলমের ছবিসহ পোষ্টার- বিলবোর্ড ঝুলানো হয়েছিল।

গ্রামবাসীও খুশি হয়েছিল, হাতের কাছেই আওয়ামীলীগের অফিস হওয়াতে। কিন্তু বর্তমানে সেটি একটি চায়ের দোকানে পরিনত হয়েছে। ওই ঘরটি শুকদেব নামে এক চা দোকানীর কাছে বেচে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি মেম্বার সুবাশ চন্দ্র সরকার বাবলু ও তার সাঙ্গ-পাঙ্গদের বিরুদ্ধে।

বর্তমানে ওইসব ছবি সম্বলিত বিলবোর্ড চা দোকানের বেড়া হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমন ঘটনা ঘটেছে জেলার রানীনগর উপজেলার কাচারী বেলঘড়িয়া বাজারে।

বেলঘড়িয়া গ্রামের বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উক্ত বাবলু মেম্বার নিজেকে আওয়ামীলীগার দাবী করলেও স্থানীয় বিএনপি ও জেএমবি সদস্যদের সঙ্গে তার সখ্যতা বেশী। সে স্থানীয় এমপির নাম ভাঙ্গিয়ে তার সাঙ্গ-পাঙ্গদের নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এবার মেম্বার পদে ভোট করে হেরে গিয়ে সে মরিয়া হয়ে উঠেছে।

সম্প্রতি ওই মেম্বার ও তার সঙ্গীরা গ্রামের মৎস্যচাষী দেবাশীষ নামে এক যুবককে মারপিট করে তার কাছ থেকে ১লাখ ৯২হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এব্যাপারে থানায় মামলা করতে গেলে স্থানীয় এক রাজনৈতিক নেতার চাপে দেবাশীষকে থানা থেকে তুলে এনে তিনটি ১শ’টাকা মূল্যের ষ্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেয়া হয় বলে দেবাশীষ জানান। এলাকাবাসীর অভিযোগ, সাবেক মেম্বার বাবলু তার সঙ্গীদের দ্বারা এলাকার নীরিহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়ে হয়রানী করছে। থানা পুলিশের কাছেও তার প্রভাব প্রতিপত্তির অন্ত নাই।

এব্যাপারে সোমবার বিকেলে সুবাশ চন্দ্র সরকার বাবলুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি নিজেকে থানা আওয়ামীলীগের সদস্য দাবি করে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন।

তবে রানীনগর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন জানান, বাবলু একজন ইউপি মেম্বর ছিলেন। তবে তিনি থানা আওয়ামীলীগের কোন সদস্য নন। মেম্বার থাকাকালীন বাবলু ও তার সঙ্গীরা বেলঘড়িয়া বাজারে গ্রামের লোকের সহায়তায় বেড়া দিয়ে আওয়ামী লীগের অফিস ঘর তৈরি এবং পরে তা চা দোকানী শুকদেবের কাছে বিক্রি করে দিয়েছে বলে স্বীকার করেন তিনি।

(বিএম/এএস/জুলাই ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test