E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলা কাষ্টম হাউস লক্ষ্যমাত্রর চেয়ে সোয়া তিনশত কোটি টাকা বেশী রাজস্ব আদায়   

২০১৬ জুলাই ১৯ ১৬:৪৮:০৯
মংলা কাষ্টম হাউস লক্ষ্যমাত্রর চেয়ে সোয়া তিনশত কোটি টাকা বেশী রাজস্ব আদায়   

বাগেরহাট প্রতিনিধি  :লোকবল সংকটসহ নানা প্রতিকূল অবস্থার মধ্যেও রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রার চেয়ে সোয়া  তিনশত কোটি টাকার বেশী রাজস্ব আধায় করেছে মংলা কাষ্টম হাউস।

বিগত ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য মংলা কাষ্টম হাউসের রাজস্ব আদায় লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৬শত ৫৫ কোটি ০৮ লাখ টাকা। এই সময় মংলা কাষ্টম হাউস মোট রাজস্ব আদায় করে ২৯৬৮ দশমিক ৫০ কোটি টাকা। যা লক্ষ্য মাত্রার চেয়ে ৩শত ১৩ কোটি ৪২ লাখ টাকা বেশী অর্থাৎ লক্ষ্য মাত্রার চেয়ে ১১দশমিক ৮০ ভাগ বেশী। একই ভাবে২০১৪-২০১৫ অর্থবছরে এবছর ২২ দশমিক ৮৬ ভাগ বেশী রাজস্ব আদায় হয়েছে। ২০১৪-২০১৫ অর্থ বছরে মংলা কাষ্টম হাউসে রাজস্ব আদায় হয়েছিল ২৪১৬ কোটি টাকা।

মংলা কাষ্টম হাউসের কর কমিশনার ড: মোহাম্মদ আল-আমিন প্রামানিক জানান ২০১৪ অর্থ বছরের তুলনায় ২০১৫ -২০১৬ অর্থ বছরে পন্য খালাসের পরিমান বৃদ্ধি পেয়েছে মাত্র ২১ ভাগ। তবে এই খালাসকৃত পন্যর ৫৫% পন্যই শুন্য হারে আমদানীকৃত পণ্য। সে বিবেচনায় শুল্কযোগ্য পণ্যের পরিমান অনুমানিক ১৫-১৬ শতাংশ। মংলা বন্দরে এই আমদানীকৃত পন্যেও মধ্যে প্রধান রাজস্ব আদায়ের খাত হচ্ছে আমদানীকৃত গাড়ী। তিনি দাবি করেন কাজের স্বচ্ছতা, মিথ্যা ঘোষনা প্রতিহত করন, কর ফাঁকি উদঘাটন, পুরাতন মামলা নিস্পত্তি, ব্যাংক গ্যারান্টি নগদায়ন প্রতিমাসে নিলাম অনুষ্টান, কর্মকর্তা- কর্মচারীদের নিষ্টা ও কঠোর পরিশ্রমের ফলে এই সাফল্য অর্জিত হয়েছে।

মংলা কাষ্টম হাউসের সাথে জড়িত একটি দায়িত্বশীল সূত্রে জানাগেছে, পিছিয়ে পড়া মংলা বন্দরে কর্ম তৎপরাতা বৃদ্ধির জন্য সরকারী কিছু প্রনোদনা সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র প্রতিনিয়ত ঘোষনা অতিরিক্ত পন্য আমদানী করছে। এসব কর্মকান্ডর সহযোগিতা করছে স্থানীয় কিছু প্রভাবশালী সিএন্ড এফ এজেন্ট।

মংলা কাষ্টম হাউসের কর কমিশনার ড: মোহাম্মদ আল-আমিন প্রামানিক জানানগত অর্থ বছরে কাজের স্বচ্ছতা ফিরিয়ে আনতে মিথ্যা ঘোষণা উদঘাটন থেকে জরিমানা ও অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়েছে ৮৮দশমিক ৪৬ কোটি টাকা। যা ইতিপূর্বে কখনও সম্ভব হয়নি।

একই সময় বিগত সময়ের পুরাতন মামলা নিস্পত্তি থেকে আদায় হয়েছে ১০দশমিক ৫৫ কোটি টাকা। শুল্কায়ন করে পন্য খালাসের পর পুনরায় সে পন্যর উপর বর্ধিত কর আদায় করা হয়েছে ৯ দশমিক ১ কোটি টাকা। ১৯৯০ দশকে সিমেন্ট আমদানী কর পড়ে থাকা ব্যাংক গ্যারান্টি নগদায়ন থেকে আদায় হয়েছে ১৩ দশমিক ৪ কোটি টাকা। মোট রাজস্ব আদায়ের ১২১ দশমিক ৫১ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে শুধুমাত্র কাজের স্বচ্ছতা আনায়নের জন্য। মংলা বন্দরের রাজস্ব আদায়ের প্রধান খাত গাড়ি আমদানী। বিগত অর্থ বছরে মোট গাড়ী আমদানী হয়েছে ১৫ হাজার ৬৮০টি। তার মধে গম মে আমদানী হয়েছে ২৮৯৯টি আর বিগত ার্থ বছরে মোট গাড়ী খালাস হয়েছে ১৪ ৮৪৭টি। একই ভাবে গত অর্থ বছর শেষে মংলা বন্দরে শুল্ক জটিলতার কারনে অখাসকৃত গাড়ীর সংখ্য ১১২৬টি, আমদানী নিয়ন্ত্রিত হওয়াই অখালাসকৃত গাগির স্যংখ্য ৫৫৬টি এবং স্বাভাবিক প্রক্রিয়াই খালামযোগ্য গাড়ি পড়ে আছে ৩০৬২টি। মোট ৪৫২৪টি গাড়ী আমদানী হলেও নানা কারনে খালস হয়নি।

বিগত অর্থ বছরে মংলা কাষ্টম হাউসের বড় সফলতা এসেছে বন্ড হাউসের নামে আমদানী করা রাজস্ব ফাকি দিয়ে খোলা বাজারে বিক্রি করা খুলনার বৃহৎ একটি শিল্প প্রতিষ্টানে উচ্চা আদালতের নির্দেশে এক বছরে শুল্ক ফাকি নির্ধারন করা হয়েছে ২৭২ কোটি টাকা । কিন্তু প্রতিষ্টানের কর্মকর্তারা রাজনৈতিক ভাবে প্রভাবশালী হওয়াই সেই অর্থ এখনও আদায় করা যায়নি।

২০১৫-২০১৬ অর্থ বছরে এই কাষ্টম হাউসের আওতাধীন বন্ড প্রতিষ্টানসমুহে মোট ৩৮৯ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৩৯২ টাকার শুল্ক কর ফাঁকির উদঘাটনের দাবীনামা জারী করা হয়েছে। যা ইতিপূর্বৈ কখনোই এই প্রতিষ্টানসমুহ কতৃক যে রাজস্ব ফাকি দেয়া হচ্ছিল তা উৎঘাটিত হয়নি। একই সাথে এই বন্ড প্রতিষ্টানগুলিতে আমদানীর প্রাপ্যতা সঠিকভাবে নিরুপণ করায় বন্ডের আওতায় আমদানী পূবের্র তুলনায় এক পঞ্চমাংশে নেমে এসেছে। ফলে শুল্কযোগ্য পন্যর আমদানী বৃদ্ধি পেয়েছে। যা বর্তমান শুল্ক প্রশাসনের একটি বড় সফলতা।

মংলা কাস্টম হাউসের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে পযাপ্ত লোকবল না থাকা সত্তেও স্বচ্ছতা, নিষ্টা ও সকলের আন্তরিক প্রচেষ্টা গত অর্থ বছরে রাজস্ব লক্ষ্য মাত্রার চেয়ে প্রায় সোয়া তিনশত কোটি টাকার বেশী রাজস্ব আদায় হয়েছে। মংলা কাষ্টম হাউসের ২টি মঞ্জুরীকৃত অতিরিক্ত কমিশনারের মধ্যে কেহ পদস্থ নেই, ২জন যুগ্ন কমিশনারের মধ্যে রয়েছেন মাত্র একজন। ডেপুটি বা সহকারী কমিশনারদের মধ্যে ৩টি পদ খালী আছে। ৭৮টি মঞ্জুরীকৃত পদের বিপরীতে মাত্র ৩১জন সহকারী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

(এসএকে/এস/জুলাই ১৯,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test