E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালিয়েছে স্বামী ও শ্বশুর

২০১৬ জুলাই ১৯ ১৮:৫৮:০৮
কলাপাড়ায় হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালিয়েছে স্বামী ও শ্বশুর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : মৃত স্ত্রী লিমা’র (২০) লাশ হাসপাতাল বাড়ান্দায় ফেলে পালিয়েছে স্বামী তুহিন হাওলাদার ও শ্বশুর শহিদ চৌকিদার। পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন নিহতের মুখে কীটনাশকের আলামত পাওয়া গেছে।

খবর পেয়ে কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ হাসপাতাল পরিদর্শণ ও রোগীর স্বজনদের সাথে কথা বলেছেন। নিহত লিমা কীটনাশক পান করেছেন নাকি তাকে হত্যার পর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্টের পরই বের হয়ে আসবে বলে পুলিশ জানিয়েছেন।

এদিকে হাসপাতালে মৃতদেহ ফেলে স্বামী ও শ্বশুর পালিয়ে যাওয়ায় নিহতের স্বজনরা ধারণা করছেন লিমাকে হত্যা করা না হলে তারা কেন পালিয়ে যাবেন।

জানা যায়, চার বছর আগে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামের শহিদ চৌকিদারের ছেলে তুহিন হাওলাদারের সাথে নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া গ্রামের ফারুক সরদারের মেয়ে লিমার বিয়ে হয়ে। বিয়েতে স্বর্ণালংকার, খাট, শোকেজ, আলনাসহ প্রয়োজনীয় জিনিস দেয়া হয়েছে। এরপরও তুচ্ছ ঘটনা নিয়ে একাধিকবার পারিবারিক কলহ ঘটলেও কি কারণে লিমার মৃতদেহ হাসপাতালে ফেলে পালিয়েছে স্বামী-শ্বশুর তা তদস্তের দাবি জানান সিহতের স্বজনরা।

নিহত লিমা’র মা সাহিদা বেগম জানান, জামাই তুহিন তাদের ফোন করে জানিয়েছেন লিমা অসুস্থ। তাকে তুলাতলী হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিক হাসপাতালে গেলে জানতে পারেন তাদের কলাপাড়া হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু কলাপাড়া হাসপাতালে এসে দেখি মেয়ের মৃতদেহ বারান্দায় পড়ে আছে। লাশ ফেলে পালিয়েছে জামাই ও মেয়ের শ্বশুর।

নিহতের খালাতো ভাই রেজাউল জানান, কলাপাড়া হাসপাতালে আনার পরও তার বোন জীবিত ছিলো। তিনি ডাক্তারের পরামর্শে ওষুধও এনে দিয়েছেন। তার বোনকে এখানে না ফেলে ভগ্নিপতি পালিয়ে না গেলে হয়তো তাকে বাঁচানো যেতো।

কলাপাড়া হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. কামরুজ জামান জানান, নিহতের মুখে কীটনাশকের আলামত পাওয়া গেছে।

(এমকেআর/এএস/জুলাই ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test