E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলা বন্দরে শুল্ক গোয়েন্দাদের আইরিন অভিযান

২০১৬ জুলাই ২০ ১৮:৩৯:৫৭
মংলা বন্দরে শুল্ক গোয়েন্দাদের আইরিন অভিযান

বাগেরহাট প্রতিনিধি : বিদেশ থেকে মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদক আমদানী প্রতিরোধে মংলা বন্দরে শুল্ক গোয়েন্দারা ‘আইরিন’ নামে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। বুধবার সকাল থেকে বন্দরের জেটি, ইয়ার্ড ও শেডে থাকা আমদানীকৃত কন্টেইনার বোঝাই বিভিন্ন ধরণের পণ্যের চালান খুলে দেখেন এবং পরীক্ষা-নিরিক্ষা করেন খুলনা শুল্ক গোয়েন্দার উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।

আইরিন অভিযানের প্রথম দিন বুধবার মংলা বন্দরের জেটিতে থাকা বেশ কয়েকটি কন্টেইনার খুলে দেখেন অভিযানকারীরা। এ সময় দুইটি কন্টেইনারে করে গামেন্টর্স পণ্য আমাদানীর ঘোষণা থাকলেও ওই কন্টেইনার দ’ুটি খুললে তার মধ্যে কোন পণ্যই পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে কন্টেইনার দু’টি মংলা বন্দরের ১ নং ইয়ার্ডে পড়েছিল। এছাড়া অন্যান্য কন্টেইনারগুলোতে ঘোষণা বর্হিভূত পণ্য দেকতে পায় শুল্ক গোয়েন্দারা।

বুধবার শুরু হওয়া অভিযান বৃহস্পতিবার শেষ হবে। অভিযান শেষে শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে প্রেস ব্রিফিং করবেন বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। অভিযানে মংলা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(একে/এএস/জুলাই ২০, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test