E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় আশার উদ্যোগে দিনব্যাপী উন্নত জাতের গাভী পালন প্রশিক্ষণ

২০১৬ জুলাই ২১ ১২:০৬:০৭
মাগুরায় আশার উদ্যোগে দিনব্যাপী উন্নত জাতের গাভী পালন প্রশিক্ষণ

মাগুরা প্রতিনিধি :মাগুরায় বে সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আশা’র উদ্যোগে  বুধবার  অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী গাভী পালন কর্মশালা।

মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ একরামুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা : কানাই লাল স্বর্ণকার।
আশা’র এগ্রি বিজনেস ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে এ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা সদর -১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সাইফুজ্জামান খান, জেলা এসিস্টান্ট সাপোর্ট ইঞ্চিনিয়ার (এএসই) মোঃ রফিকুল ইসলামসহ অন্যরা।

কর্মশালায় জেলা বিভিন্ন ব্রাঞ্চের ২০ জন গাভীর খামার এর উদ্যোক্তাকে আয় বর্ধনমূলক বাণিজ্যিক গাভী পালন, গাভী পালনে ব্যবসায়িক পরিকল্পনা, মুনাফা বৃদ্ধির উপায়, গরুর প্রজাতি, দুধেলা গাভী নির্বাচন ও বাসস্থান ব্যবস্থাপনা, গাভীর কৃমি মুক্তিকরণ, খাদ্য ব্যবস্থাপনা, গাভীর প্রজনন ও নিয়মিত প্রজনন নিশ্চিত করার ব্যবস্থা এবং গর্ভবতী গাভীর যত্ন, প্রসবোত্তর যত্ন এবং বাছুরের পরিচর্যা, বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা, দুধের গুনগত মান ও বাজারজাত করণ কৌশলসহ গাভী পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।



(ডিসি/এস/জুলাই ২১,২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test