E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বরের অভিযোগ

২০১৬ জুলাই ২৩ ১২:৩১:৩৮
চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বরের অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি :পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঈদের বিশেষ ভিজিএফ ও ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ করলেন একই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেম্বার আঃ হাকিম তালুকদার। তবে চেয়ারম্যান হুমায়ন কবির এই অভিযোগ অস্বীকার করেছেন।

লিখিত অভিযোগে তিনি দাবি করেছেন, ঈদের বিশেষ ভিজিএফএর বরাদ্দকৃত ৯০ টন চালের ৬০ টন বিতরণ করেছেন। তাও জনপ্রতি ১৪-১৫ কেজি করে। এছাড়া ১৫ টন চাল দেয়া হয়েছে ভুয়া নাম দেখিয়ে যা বিতরণের মাস্টার রোল তদন্ত করলে পাওয়া যাবে। আর বাকি ১৫ টন চাল বিক্রির জন্য খাদ্যগুদামে রাখা হয়েছে। ১৮ জুলাই এ চাল বিতরণ কার্যক্রম শেষ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ভিজিডির দুই মাসের চালের পরিবর্তে এক মাসের চাল বিতরণ করা হয়েছে। এসব চাল উদ্ধার করে দরিদ্র মানুষকে যথাযথভাবে বিতরণের জন্য প্রশাসনের উর্ধতন মহলে তিনি আবেদন করেছেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, চাল যথাযথভাবে বিতরণ করা হয়েছে। কারণ একজন তদারকি কর্মকর্তা এবং ইউনিয়নের সচিব উপস্থিত থেকে চাল বিতরণ করেছেন। চাল আত্মসাতের অভিযোগ সম্পুর্ণভাবে মিথ্যা বলে তিনি দাবি করেন। ইউপি সচিব রাশেদ নিজাম জানান, চাল আত্মসাতের অভিযোগ ঠিক নয়।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল জলিল জানান, চাকামইয়া ইউনিয়নের সমস্ত চাল ডেলিভারি দেয়া হয়েছে। গুদামে কোন চাল নেই।




(এমকেআর/এস/জুলাই ২৩,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test