E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০ হাজার মানুষ পানি বন্দি

নওগাঁর আত্রাইয়ে সড়ক ভেঙ্গে ১৫গ্রাম প্লাবিত


২০১৬ জুলাই ২৬ ১৫:২২:৫১
নওগাঁর আত্রাইয়ে সড়ক ভেঙ্গে ১৫গ্রাম প্লাবিত

নওগাঁ প্রতিনিধি :নওগাঁর আত্রাইয়ে শিকারপুর নামক স্থানে পাকা সড়ক ভেঙ্গে প্রায় ১৫ টি গ্রাম প্লাবিত হয়েছে । এতে প্রায় ১ হাজার হেক্টর জমির ফসল জলমগ্নসহ অন্তত ২০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আত্রাই উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী নাটোরের  সিংড়া উপজেলার যোগাযোগ ব্যবস্থা।

স্থানীয়রা জানান, কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উত্তরের উজান থেকে নেমে আসা ঢলে পানির প্রবল চাপে আত্রাই নদীর পাঁচুপুর ইউনিয়নের শিকারপুর নামক স্থানে পাকা সড়ক ভেঙ্গে যায়। ফলে ওই এলাকার শিকারপুর, মালিপুকুর, জগদাস, বিপ্রবোয়ালিয়া, বৈঠাখালি, নবাবের তাম্বু,খঞ্জরসহ প্রায় ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার প্রায় ২০হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

খবর পেয়ে সোমবার সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা মকলেছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারসম্যান এবাদুর রহমানসহ সংশ্লিষ্টরা এলাকা পরিদর্শন করেছেন।

এব্যাপারে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার রহমান জানান, ভারী বৃষ্টিপাত ও পাকা সড়ক ভেঙ্গে ওই এলাকার প্রায় ১ হাজার সদ্য লাগানো রোপা ধান, ধানের বীজতলা ও সবজি ক্ষেত আক্রান্ত হয়েছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মকলেছুর রহমান জানান, সেখানে স্থানীয়দের সহযোগিতায় ভাঙ্গাস্থান রোধ কল্পে কাজ চলছে। আশা করা যায়, ২/১ দিনের মধ্যে ভাঙ্গনস্থল মেরামত করা সম্ভব হবে।#





(বিএম/এস/জুলাই ২৬,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test