E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ-আত্রাই সড়কে বৃষ্টিতে ফের ফাটল

২০১৬ জুলাই ২৬ ১৮:৪৭:২৪
নওগাঁ-আত্রাই সড়কে বৃষ্টিতে ফের ফাটল

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-আত্রাই আঞ্চলিক সড়কের আত্রাই উপজেলার মির্জাপুর নামক স্থানে গত বছর বাঁধ কাম সড়ক ভেঙ্গে আত্রাই-রাণীনগরে ভয়াবহ বন্যা হয়েছিল। বন্যা পরবর্তীতে যেনতেনভাবে সড়কটি মেরামত করায় বছর না ঘুরতেই নির্মিত বাঁধে ফের ফাটল দেখা দিয়েছে।

যেকোন সময় বাঁধ কাম সড়কটি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে, আত্রাই ও রাণীনগর উপজেলায় আবারো ভয়াবহ বন্যার আশংকায় উদ্বেগ আর উৎকন্ঠায় রয়েছে এলাকাবাসি।

স্থানীয়রা জানান, গত বছর এই সময় ভারী বৃষ্টিপাত আর উজানের নেমে আসা ঢলের পানির প্রবল চাপে ছোট যমুনা নদীর নওগাঁ-আত্রাই আঞ্চলিক সড়কের মির্জাপুর নামকস্থানে পাকা রাস্তা ভেঙ্গে আত্রাই ও রাণীনগর উপজেলার প্রায় ৯টি ইউনিয়ন প্লাবিত হয়। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

জানা যায়, গত বছরের ভয়াবহ বন্যার করাল গ্রাসে রাণীনগর ও আত্রাই উপজেলায় প্রায় ৬০ হাজার মানুষের ব্যাপক ক্ষতি হয়। ওই বন্যায় প্রায় ১৫ হাজার ঘড়বাড়ি ক্ষতিগ্রস্থ হয় এবং প্রায় ৩ শতাধিক বাড়ি সম্পূর্ণ বিধস্ত হয়। প্রায় সাড়ে ২০ হাজার হেক্টর আবাদি জমির ফসল, গাছপালা, ২ হাজার পুকুরের মাছ, পাকা-কাঁচা ৫০কিঃমি রাস্তা ঘাট ও বিদ্যুৎতের চরম ক্ষতি সাধিত হয় । বন্ধ হয়ে যায় নওগাঁ জেলা শহরের সঙ্গে আত্রাই উপজেলার সড়ক যোগাযোগ। ওই বন্যায় ক্ষতিগ্রস্তরা এখনো ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি । ক্ষতি কাটিয়ে উঠতে তারা বিভিন্ন এনজিও, ব্যাংকসহ নানা সংস্থায় ঋনের জালে জড়িয়ে পড়ে। ইতোমধ্যেই বাঁধ কাম সড়কটি মেরামত করা হয়েছে।

স্থানীয়রা জানান, মেরামত কাজ করা হয়েছে যেনতেনভাবে। রাস্তার পাশেই গভীর গর্ত করে মাটি কেটে তুলে রাস্তা মেরামত করা হয়েছে। ফলে নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাস্তার বিপরীতে গভীর হওয়ায় এবং বালু মাটি দিয়ে মেরামত করায় যে কোন মুহুর্তে সেটি ভেঙ্গে ওই দুই উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়ে পড়বে। ইতোমধ্যেই গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নদীর পানি বৃদ্ধি পেয়ে এবছরও ওই একই স্থানে বাঁধে আবারো নতুন করে ফাটল দেখা দিয়েছে। যে কোন মর্হুতে বাঁধ ভেঙ্গে গেলে এলাকায় ভয়াবহ বন্যা হতে পারে এমন আশংকা দেখা দিয়েছে। ফলে উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছে এলাকাবাসি।

এদিকে ওই বাঁধ কাম রাস্তায় ফাটলের খবর পেয়ে ছুটে যান নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, রাণীনগর ও আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহি কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ।

(বিএম/এএস/জুলাই ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test