E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃষ্টির পানিতে ধসে পড়লো নওগাঁর দুবলহাটি রাজবাড়ির একাংশ!

২০১৬ জুলাই ২৬ ১৮:৫১:৫৫
বৃষ্টির পানিতে ধসে পড়লো নওগাঁর দুবলহাটি রাজবাড়ির একাংশ!

নওগাঁ প্রতিনিধি : কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ধসে পড়লে নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি জমিদার বাড়ির একাংশ। সোমবার বৃষ্টির সময় দোতালার কিছু অংশ ধসে পড়ে।

বৃটিশ শাসনামলে নির্মিত ইউরোপীয় স্থাপত্য নিদর্শন সমন্বিত এই জমিদার বাড়িটি সংরক্ষনের কোন পদক্ষেপ নেই প্রত্নতত্ব বিভাগের। বেশ কিছুদিন আগে সেখানে সংরক্ষিত এলাকা হিসেবে প্রত্নতত্ব বিভাগের একটি ছোট্ট সাইন বোর্ড চোখে পড়লেও বর্তমানে সেটি আর নেই। এই জমিদারবাড়িটি দুবলহাটি রাজবাড়ি হিসেবে বহুল পরিচিত। এই রাজপ্রাসাদের ম্যাসিভ বা বৃহদায়তন পিলারগুলি ইউরোপীয় স্থাপত্যের নমুনা বহন করে।

দোতালার ছাদের প্যারাপিটে নির্মিত কয়েকজন ইউরোপীয় পুরুষ ও রমনীর পূর্ণাবয়ব শিলামূর্তি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। শিলামূর্তিগুলির শরীরের গঠন, কোঁকড়ানো চুল এবং পোষাকের ভাঁজ উপমহাদেশের অন্যান্য স্থানে প্রতিষ্ঠিত ইংরেজ ভাস্কর্যের অনুকরন বলা যেতে পারে। রাজবাড়ির ভিতরের স্থায়ী রঙ্গমঞ্চ নিত্যনৈমিত্তিক উৎসব আনন্দের কথা স্মরণ করিয়ে দেয়।

ঠিক এমনই দর্শনীয় বিষয়গুলো এখানে আকৃষ্ট করে পর্যটকদের। কিন্তু পর্যটকদের আরো আকর্ষণীয় করে তুলতে এই রাজবাড়িটি সংস্কার বা সংরক্ষনের কোন উদ্যোগ নেয়নি প্রত্নতত্ব বিভাগ। তাদের সম্পূর্ণ অবহেলা আর অযত্নের কারণে নওগাঁর এই ঐতিহ্যবাহী রাজবাড়িটি বৃষ্টির পানিতে ধসে পড়লো। জেলাবাসীর দাবি, প্রত্ন সামগ্রীতে ভরপুর উত্তরের নওগাঁ জেলার সকল ঐতিহাসিক স্থাপত্যগুলো সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে জরুরী পদক্ষেপ গ্রহণ করা হোক।

(বিএম/এএস/জুলাই ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test