E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জন মানব শুণ্য আত্রাইয়ের বৃক্ষমেলা!

২০১৬ জুলাই ২৬ ১৮:৫৯:১৬
জন মানব শুণ্য আত্রাইয়ের বৃক্ষমেলা!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ফলদ বৃক্ষমেলা নিরুত্তাপভাবে শেষ হতে চলেছে। নার্সারী মালিকদের অংশগ্রহণ কম, নেই দর্শক ও ক্রেতাদের ভিড়। নামেই বৃক্ষমেলা। কিন্তু লোকজন নেই। ফলে স্বল্প পরিসরে আয়োজন করা হলেও যেন প্রাণহীন হয়ে রয়েছে এবারের বৃক্ষমেলা। সোমবার ফিতা কেটে উদ্বোধন করা হয় এ মেলার।

তিনদিনব্যাপি এ মেলার শেষ দিন বুধবার। অতীতের বৃক্ষ মেলাগুলোতে বিভিন্ন জাতের গাছের চারার সমারোহ, বিরল প্রজাতির ফলদ ও বনজ গাছ, দৃষ্টি নন্দন ও আকর্ষণীয় সব স্টল সাজানো হলেও এবারে নেই এগুলোর আয়োজন। যা কিছু আছে নামমাত্র কয়েকটি স্টলে বহুল পরিচিত ও উৎপাদিত গাছের চারা।

ফলে ক্রেতাদের মাঝেও নেই চারা কেনার আগ্রহ। এবারের বৃক্ষ মেলায় অংশ গ্রহনকারী নার্সারী মালিক ফারুক হোসেন বলেন, অন্যান্যবার আমরা বৃক্ষ মেলায় যে পরিমান চারা বিক্রি করতাম এবার তার অর্ধেকও বিক্রি হচ্ছে না।

বৃক্ষ মেলায় স্টল দিয়ে আমাদের লাভের পরিবর্তে লোকসানের আশংকায় রয়েছি। মধুগুড়নই গ্রামের নার্সারী মালিক আব্দুল করিম বলেন, গত বছরে আমাদের কয়েকটি স্টল থেকে দামি দামি গাছের চারা সরকারিভাবে নেয়া হয়েছিল। ওইগুলো মূল্য এখন পর্যন্ত আমাদেরকে দেয়া হয়নি।

এ জন্য লোকসানের বোঝা মাথায় নিয়ে আমরা এবারের বৃক্ষ মেলায় অংশ গ্রহন করিনি। বৃক্ষ মেলার আয়োজক উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন বলেন, স্থানীয় নার্সারী মালিকদের সঙ্গে সমন্বয় করেই এ মেলার আয়োজন করা হয়েছে। তারা আসবে না এটা আগে জানালে আমরা বিকল্প ব্যবস্থা করতাম। এরপরও যে কয়েকটি স্টল দেয়া হয়েছে তাতে মোটামুটি ক্রেতা রয়েছে। আশা করি অংশগ্রহণকারী নার্সারী মালিকদের লোকসান হবে না।

(বিএম/এএস/জুলাই ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test