E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় সাংবাদিককে অস্ত্রের মুখে তিন লাখ টাকা চাঁদা দাবি,মামলা

২০১৬ জুলাই ২৮ ১১:৫৭:২৬
সাতক্ষীরায় সাংবাদিককে অস্ত্রের মুখে তিন লাখ টাকা চাঁদা দাবি,মামলা

সাতক্ষীরা প্রতিনিধি :অস্ত্রের মুখে জিম্মি করে এক সাংবাদিকের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক আইনজীবীসহ দু’ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। দৈনিক প্রজন্মের ভাবনা ও দীপ্ত টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ বাদি হয়ে বুধবার সাতক্ষীরার জৌষ্ট বিচারিক হাকিম-২ আদালতে এ মামলা দায়ের করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক নুরুল ইসলাম তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর তানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামীরা হলেন সাতক্ষীরা শহরের ইটাগাছার আব্দুল মজিদের ছেলে নবাগত আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম ও দেবজাটা উপজেলার কোমরপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে দৈনিক ইনক্লাবের আক্তারুজ্জামান বাচ্চু।

মামলার বিবরনে জানা যায়, স্বামী জগদীশ গোস্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগে ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে শুকপদ গাইনসহ পাঁচজনের নামে মামলা করেন তার স্ত্রী সদর উপজেলার গোপীনথপুরের মঞ্জু গোস্বামী। মামলায় বাদি পক্ষের আইনজীবী ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি ও আওয়ামী লীগ নেতা অ্যাড, শেখ আজাহার হোসেন। তখন তার আইনজীবী সহকারি ছিলেন নবাগত আইনজীবী ও সাবেক আইনজীবী সহকারি নজরুল ইসলাম। মামলার নথি ও বিচারকের স্বাক্ষর কাটা ছেঁড়া করে কালীগঞ্জের নলতা গ্রামের এশার আলী ও টাউ দাশকে ওই মামলায়( জিআর- ৭৭৯/১৪ সদর) জড়ানো হয়েছে মর্মে ওই বছরের ২৬ সেপ্টেম্বর ঢাকা বার কাউন্সিল, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি , জেলা ও দায়রা জজসজ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন মঞ্জু গোস্বামী। মানবাধিকার কর্মী হিসেবে ওইসব ঘটনায় মানবাধিকার কর্মী হিসেবে সাক্ষ্য দেন সাংবাদিক রঘুনাথ খাঁ। এতে ক্ষুব্ধ ছিলেন অ্যাড. আজাহারুল ইসলাম ও তার আইনজীবী সহকারি নজরুল ইসলাম। একইভাবে সাংবাদিক আক্তারুজ্জামান বাচ্চু’র একটি মামলার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. আজাহারুল ইসলাম ও অ্যাড, নজরুল ইসলাম।

আদালত সূত্রে আরো জানা যায়, মঞ্জু গোস্বামীর পক্ষে বিভিন্ন দপ্তরে সাক্ষ্য দেওয়ায় গত ২২ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের রনি- বনি সুপার মার্কেটের সামনে সাংবাদিক রঘুৃনাথ খাঁ’র গলায় চাকু ধরে জিম্মি করে হত্যার হুমকি দেয় নজরুল ও বাচ্চুসহ পাঁচজন। এ সময় তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মামলায় ওই দু’ আসামীদের সঙ্গে জামায়াতুল হরকাতুল মুজাহিদ (জেএমবি) এর সখ্যতা থাকলেও আওয়ামী লীগ নেতা ও জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড, আজাহারুল ইসলামের ছত্রছায়ায় থাকায় তারা সহিংসতার সময়েও রয়েছেন বহাল তবিয়তে। এ ছাড়া আক্তারুজামান বাচ্চুর বিরুদ্ধে র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সোর্স পরিচয়ে ২০১০ সালেন ২১ মে সদর উপজেলার নাথুয়ারডাঙায় শফিকুল ইসলামের বাড়িতে ভোমরার আমিনুল ইসলামের সহায়তায় অস্ত্র রেখে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে আইনজীবীরা উল্লেখ করেন।

আদালত সূত্রে আরো জানা যায়, বুধবার রঘুনাথ খাঁ’র দায়েরকৃত মামলাটি আদালতে উপস্থাপন করার সময় আসামী অ্যাড. নজরুল ইসলামের হয়ে মামলার কার্যক্রম শুরুর বিরোধিতা করেন জামায়াত নেতা অ্যাড. বাসারত আওরঙ্গী বাবলা, অ্যাড. শিমুলসহ কয়েকজন।

তারা আইনজীবীর বিরুদ্ধে মামলটি আমলে না নিয়ে নিয়মবহির্ভুতভাবে জেলা আইনজীবী সমিতিতে পাঠানোর জন্য বিচারকের কাছে বারবার দুষ্টি আকর্ষণ করেন। বাদি পক্ষের আইনজীবীদেরকেও সতর্ক করেন তারা। একপর্যায়ে বাদিপক্ষের আইনজীবী অ্যাড. বিবেকানন্দ রায়ের গঠণমূলক বক্তব্যে আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি তদন্ত করে আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।








(আরএনকে/এস/জুলাই ২৮,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test